চলছে গভীর ষড়যন্ত্র! এবার আরও বড় সঙ্কটে চিন্ময় কৃষ্ণ দাস, সব সীমা ছাড়িয়ে গেল ইউনূস সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের চট্টগ্রামে আদালত চত্বরে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নতুন করে আরেকটি এফআইআর দায়ের করা হয়েছে। মিডিয়া রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। গত রবিবার নথিভুক্ত করা ওই মামলায়, দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার চিন্ময় দাসকে প্রধান আসামি এবং ১৬৪ জনকে চিহ্নিত ব্যক্তি এবং ৪০০ থেকে ৫০০ অজ্ঞাত ব্যক্তিকে “আসামি” হিসেবে বিবেচিত করা হয়েছে। “ঢাকা ট্রিবিউন” পত্রিকা এই তথ্য সামনে এনেছে।

এবার আরও বড় সঙ্কটে চিন্ময় কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das):

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ব্যবসায়ী ও হেফাজত- এ-ইসলাম বাংলাদেশের কর্মী এনামুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সিদ্দিকীর আদালতে এই অভিযোগ দায়ের করেন।

Chinmoy Krishna Das faces bigger crisis this time.

হক তাঁর অভিযোগে জানিয়েছেন, গত ২৬ নভেম্বর আদালতে জমি রেজিস্ট্রির কাজ শেষ করে বাড়ি ফেরার সময়ে চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) সমর্থকেরা তাঁর ওপর হামলা চালায়। শুধু তাই নয়, ওই হামলায় তাঁর ডান হাত ও মাথায় জখম হয়েছে বলে দাবি করেন ওই ব্যবসায়ী।

আরও পড়ুন: ১২ বছর পর চূড়ান্ত খারাপ পারফরম্যান্স বিরাটের! অ্যাডিলেড টেস্টে তৈরি হল লজ্জার রেকর্ড

মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে: সম্প্রতি বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের টার্গেট করা হচ্ছে। এদিকে, ইসকন সম্প্রতি অভিযোগ করেছে যে বাংলাদেশের ঢাকায় তাদের কেন্দ্রে আগুন লাগানো হয়েছে। বিষয়টির পরিপ্রেক্ষিতে ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস পিটিআইকে বলেছিলেন, “দুর্বৃত্তরা নামহাট্টা সম্পত্তির মন্দিরে মূর্তিগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে সম্প্রদায়ের সদস্য এবং বৈষ্ণব সম্প্রদায়ের সদস্যদের ওপর ক্রমাগত হামলা চলছে।”

আরও পড়ুন: মঙ্গল গ্রহের ৮.৮ কিমি নিচেই রয়েছে আসল রহস্য, মিলল “এলিয়েন লাইফ”-এর চিহ্ন! অবাক বিজ্ঞানীরাও

সারা বিশ্ব থেকে মিলছে প্রতিক্রিয়া: জানিয়ে রাখি যে, হিন্দুদের বিরুদ্ধে চলা হিংসাত্মক হামলার বিষয়ে সারা বিশ্ব থেকে প্রতিক্রিয়া মিলছে। মার্কিন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি ইসকনের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das) গ্রেফতার এবং বাংলাদেশে অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকারকে মানবাধিকার লঙ্ঘন না করতে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি এবং হিন্দু সহ সব সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসাত্মক মনোভাব দূর করার আহ্বান জানান।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X