দীর্ঘ ৫ মাস পর অবশেষে স্বস্তি! অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। ৫ মাস পর অবশেষে বাংলাদেশের (Bangladesh) জেল থেকে জামিন পেলেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই এল এ খবর। বুধবার হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলী রেজার বেঞ্চ চিন্ময় কৃষ্ণের জামিন মঞ্জুর করে। ছয় মাস আগে দেশদ্রোহিতার অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারি ঘিরে উত্তাল হয়ে উঠেছিল ভারতও। অবশেষে জামিন পেলেন তিনি।

অবশেষে বাংলাদেশে (Bangladesh) জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

এদিন বাংলাদেশ (Bangladesh) হাইকোর্টে সরকারের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মহম্মদ আব্দুল জব্বার ভুইঞা। অন্যদিকে চিন্ময় কৃষ্ণের হয়ে মামলা লড়েন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এবং প্রবীর রঞ্জন হালদার। বারংবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর অবশেষে আদালত জামিন দিল চিন্ময় প্রভুকে। তবে এখনো তাঁর মুক্তির বিষয়টি নিয়ে রয়ে যাচ্ছে ধোঁয়াশা।

Chinmoy krishna das got bail from Bangladesh jail

মুক্তি নিয়ে এখনো রয়েছে সন্দেহ: আসলে আগামী ৩ দিন ধরে বাংলাদেশে (Bangladesh) সরকারি ছুটি থাকছে। এর মধ্যে সরকার চাইলে আপিল করতে পারে। তেমনটা হলে আটকে যাবে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি। এবার ইউনূস সরকার কী সিদ্ধান্ত নেবে, আপিল করার নাকি হিন্দু সন্ন্যাসীকে মুক্তি দেওয়ার, তা এখনো স্পষ্ট নয়। তবে ওয়াকিবহাল মহল সূত্রে গুঞ্জন শোনা যাচ্ছে, আপিলের দ্বারস্থ হতে পারে বাংলাদেশ সরকার।

আরো পড়ুন : দিঘায় মন্দির উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী, অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের আগেই আর্থিক সাহায্য ঘোষণা করলেন মোদী

গত বছরে হন গ্রেফতার: উল্লেখ্য, গত বছর ৩১ শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। বাংলাদেশের (Bangladesh) জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এরপর ২৫ শে নভেম্বর ঢাকায় গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। একাধিক বার জামিনের আবেদনের খারিজ হয় তাঁর। এমনকি চিন্ময় কৃষ্ণের হয়ে লড়তে যাওয়া আইনজীবীদের উপরেও নেমে আসে আক্রমণ।

আরো পড়ুন : মাহেন্দ্রক্ষণ মেনেই হল উদ্বোধন! দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করলেন মমতা

গত জানুয়ারি মাসে জামিনের আবেদন নামঞ্জুর হয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে। পালটা সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা। শেষমেশ জামিন পেলেন বাংলাদেশের সম্মীলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। তাঁর জামিনের খবরে এপারেও খুশির আবহ।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X