নামেই ‘ইন্ডাস্ট্রি’, টাকা দেন বলেই সিনেমায় নেওয়া হয়! প্রসেনজিৎকে বেনজির কটাক্ষ চিরঞ্জিতের

বাংলাহান্ট ডেস্ক: এক সময়ে যাঁরা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এখন তারাই যুযুধান দুই পক্ষ। সুযোগ পেলেই অপরকে কটাক্ষ ছোঁড়েন, ভেসে আসে শ্লেষ মেশানো মন্তব্য। কথা হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং চিরঞ্জিত চক্রবর্তীকে (Chiranjeet Chakraborty) নিয়ে। একসময়ে ইন্ডাস্ট্রিকে চালিয়েছেন তাঁরাই। একে অপরের সঙ্গে চাপা প্রতিযোগিতা যেমন ছিল তেমনি একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন তাঁরা।

সে সব অবশ্য অনেক আগের কথা। বহু বছর হয়ে গিয়েছে একসঙ্গে পর্দায় দেখা যায়নি দুজনকে। উপরন্তু এখন সুযোগ পেলেই প্রসেনজিৎক খোঁচা মারেন চিরঞ্জিত। তাঁর ‘ইন্ডাস্ট্রি’ তকমা নিয়ে আগেই কটাক্ষ করেছিলেন তিনি। এবার ফের ব্যঙ্গের সুর শোনা গেল চিরঞ্জিতের কণ্ঠে।

Chiranjit chakraborty

সম্প্রতি এক সাক্ষাৎকারে চিরঞ্জিত বলেন, কমার্শিয়াল সেট আপের কোন ছবিটা হিট হবে সেটা তিনি খুব ভাল বোঝেন। কারণ তিনি দর্শকদের মন বোঝেন। এই সাহস থেকেই তিনি কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের মুখের উপরে বলে দিয়েছিলেন যে, চাইলেই কমার্শিয়াল ছবি বানানো যায় না। মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্তর মতো পরিচালকরা দারুণ সব ছবি বানিয়েছেন একথা ঠিক। কিন্তু তাঁরা কমার্শিয়াল ছবি তাঁরা বানাতে পারেননি।

চিরঞ্জিত বলেন, তিনি কমার্শিয়াল ছবি ভাল বোঝেন। অথচ কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকরা তাঁদের ছবিতে নেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কারণ পরিচালক ফিন্যান্স পাচ্ছেন না। আর প্রসেনজিৎ ফিন্যান্স দিতে পারেন। তাই তাঁকে ছবিতে নেওয়া হচ্ছে। কিন্তু চিরঞ্জিত বলেন, তিনি কাউকে ফিন্যান্স দেন না। তাই তাঁকে সিনেমায় নেওয়ার সুবিধা নেই।

Prosenjit Chatterjee 2

প্রসঙ্গত, এর আগে প্রসেনজিতের ‘ইন্ডাস্ট্রি’ তকমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন চিরঞ্জিত। তিনি প্রশ্ন করেছিলেন, প্রসেনজিৎ যদি একাই ৩০ বছর ধরে ইন্ডাস্ট্রিকে টেনে থাকেন, তাহলে তিনি, অভিষেক চট্টোপাধ্যায়, তাপস পালরা কি পার্শ্ব অভিনেতা ছিলেন?


Niranjana Nag

সম্পর্কিত খবর