লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে ভাঁড়ে মা ভবানী, তাই DA বকেয়া! আজব যুক্তি চিরঞ্জিতের

বাংলাহান্ট ডেস্ক: ডিএ (Dearness Allowance) বিতর্কে কোণঠাসা রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের লাগাতার বিক্ষোভে নাভিশ্বাস ওঠার জোগাড় তৃণমূল (Trinamool Congress) সরকারের। কেন্দ্রের সমপরিমাণ ডিএ কেন পাচ্ছে না রাজ্য সরকারি কর্মচারীরা? প্রশ্নের অদ্ভূত জবাব দিলেন বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)।

লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে জনসাধারণের কল্যাণের হেতু। সেগুলোতেই একটা বড় অঙ্কের টাকা খরচ হয়ে যাচ্ছে। তাই কেন্দ্রের সমান ডিএ দেওয়া যাচ্ছে না, মধ্যমগ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়ে এমনি বেফাঁস মন্তব্য করে বসলেন বারাসতের তৃণমূল বিধায়ক, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

chiranjeet

চিরঞ্জিতের স্পষ্ট কথা, সবাইকে সন্তুষ্ট করা যায় না। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে। সেগুলো পৌঁছে দিতে বাড়ি বাড়ি যেতে হচ্ছে বিধায়ক সাংসদ, দলীয় কর্মীদের। এতে বাজেটের একটা বড় অংশের টাকা চলে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার এতসব সুযোগ সুবিধা দেয় না। কিন্তু রাজ্য সরকার দেয়, আর তাই সম্পূর্ণ ডিএ দিতে পারে না। এমনটাই মন্তব্য করেন চিরঞ্জিত।

পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের সম্পূর্ণ ডিএ দিতে পারছে না, এর জন্যও কেন্দ্রকেই দুষেছেন চিরঞ্জিত। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের কাছে এখনো ৯৫ হাজার টাকা পায় রাজ্য। কিন্তু সে টাকা মেটানোর নামগন্ধও করছে না কেন্দ্র। বকেয়া টাকাটা মিটিয়ে দিলেই পুরো ডিএ দিতে পারবে রাজ্য সরকার, দাবি চিরঞ্জিতের।

বারংবার দুর্নীতি ইস্যুতে আঙুল উঠছে রাজ্য সরকারের দিকে। কিন্তু চিরঞ্জিতের মতে, তৃণমূলের অন্দরে দুর্নীতিবাজদের তুলনায় সৎ নেতা কর্মীদের সংখ্যা বেশি। তাদের চেষ্টাতেই সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সফল ভাবে চালানো যাচ্ছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর