হাতে স্টিয়ারিং, গায়ে ট্যাক্সি ড্রাইভারের পোশাক, কলকাতা এসে এ কী অবস্থা চিরঞ্জিবীর?

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা (Kolkata)। আপনার আমার সকলের প্রিয় এই শহর। কলকাতা মানেই বাঙালির কাছে আবেগ। নতুনের রমরমাতেও পুরোনোকে আঁকড়ে ধরে আজও দাঁড়িয়ে আছে এই শহর। আর সে কারণেই শতাব্দীর বেশি পুরোনো হাতে টানা রিক্সা আজ শহরের অলিতে গলিতে দেখা যায়। এই শহরের আইকন হলুদ ট্যাক্সি। আর সেই ট্যাক্সিরই চালক আসনে বসলেন দক্ষিণী সুপারস্টার চিরঞ্জিবী (Chiranjeevi)।

শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত নিজে হাতে ট্যাক্সি চালিয়ে ঘুরলেন চিরঞ্জিবী। হ্যা অবিশ্বাস্য মনে হলেও বৃহস্পতিবার এই ঘটনারই সাক্ষী থাকল কলকাতা। তবে চমকের শেষ এখানেই নয়। চিরঞ্জিবীর ট্যাক্সির প্যাসেঞ্জার সিটে দেখা গেল ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়াকে।

Chiranjeevi

আসলে ‘ভোলা শঙ্কর’-এর শ্যুটিং করতেই কলকাতা এসেছেন জনপ্রিয় এই দুই তারকা। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ছোটেলাল ঘাট, সেন্ট জন চার্চ এবং বিবিদি বাগের কাছে একটি ভাসমান হোটেল সহ শহরের বিভিন্ন প্রান্তে হয়েছে এই ছবির শ্যুটিং। ট্যাক্সি চালকের পোশাকেই ক্যামেরাবন্দি হলেন অভিনেতা। তাঁর পরনে ছিল নীল ট্রাউজার ও শার্ট। জানা যাচ্ছে, চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত কলকাতাতেই চলবে এই ছবির শ্যুটিং।

Chiranjeevi

অনেক আগেই প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার। সেখানেও হলুদ ট্যাক্সিতেই দেখা গিয়েছিল অভিনেতাকে। এমনকি কালীঘাট মন্দিরও দেখা গেছিল সেই পোস্টারে। আসলে এই ছবির প্রেক্ষাপটই শহর কলকাতা। জানা যাচ্ছে, ছবিতে আইনজীবীর চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। অন্যদিকে চিরঞ্জিবী এখানে প্রাক্তন গ্যাংস্টার।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কীর্তি সুরেশকে। জানা যাচ্ছে, অভিনেতার বোনের চরিত্রে দর্শকদের সামনে ধরা দেবেন তিনি। ১১ অগাস্ট বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি। অভিনেতাকে শেষবার দেখা গেছে ‘ওয়ালটেয়ার ভিরায়া’ ছবিতে।

additiya

সম্পর্কিত খবর