বাংলাহান্ট ডেস্ক: তৃণমূলের ঠোঁটকাটা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। টলিউডের এক সময়কার সুপারস্টার রাখঢাক করে কথা বলতে জানেন না। তাঁর কিছু মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয় দলকেও। এমনকি নিজের দলের সদস্যদের নিয়েও সোজাসাপটা মতামত দিয়ে থাকেন চিরঞ্জিত। এবার তাঁর কথায় উঠে এল মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) নাম।
বিগত বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন ‘মহাগুরু’। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর ডাক না পাওয়া নিয়ে একপ্রস্থ রাজনৈতিক তর্ক বিতর্ক হয়েছে। নিন্দা করেছেন বিনোদন জগতের কয়েকজন ব্যক্তিত্বও, যাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী দেবশ্রী রায়। মিঠুনকে চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না জানানো নিয়ে ক্ষোভ উপচে পড়েছিল তাঁর কথায়।
রাজনীতির রঙ না দেখে শিল্পী নির্বিশেষে এমন একটা মঞ্চে আমন্ত্রণ জানানো উচিত ছিল, এমনটাই বলেছিলেন দেবশ্রী। কিন্তু প্রাক্তন নায়িকার সঙ্গে সহমত হলেন না চিরঞ্জিত। একসময় সবুজ শিবিরেই ছিলেন দেবশ্রী। যদিও এখন রাজনীতি থেকে দূরে রয়েছেন তিনি। সেই প্রসঙ্গ টেনেই সম্প্রতি নিজের মতামত প্রকাশ করলেন চিরঞ্জিত।
বড়দিন উপলক্ষে বারাসতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিধায়ক অভিনেতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে দেবশ্রীর মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হয় তাঁকে। কিছুটা খোঁচা মেরেই চিরঞ্জিত উত্তর দেন, উনি (দেবশ্রী) এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তাই তিনি মুক্ত মনে এমনটা বলতেই পারেন।
এরপরেই চিরঞ্জিত বলেন, ‘আপনি যদি আমাকে গালাগালি করেন, তাহলে আমার মেয়ের বিয়েতে আপনাকে কেন ডাকব? ব্যাপারটা এক্ষেত্রে অনেকটা তেমনি’। অনেকেই দাবি করেছিলেন, বিজেপির সঙ্গে যুক্ত হওয়ায় KIFF-এ আমন্ত্রণ পাননি মিঠুন। এ বিষয়ে দেবশ্রী বলেছিলেন, শিল্পী হিসাবে মিঠুনকে শ্রদ্ধা করেন তিনি। তাই তাঁর মতে, রাজনীতি রাজনীতির জায়গায় রাখা উচিত। চলচ্চিত্র উৎসবে সব শিল্পীকেই যোগ্য সম্মান দিয়ে ডাকা উচিত ছিল।