ফেলুদা হিসাবে বাঙালি পেত চিরঞ্জিৎকে, বাদ সাধেন সব‍্যসাচী!

বাংলাহান্ট ডেস্ক: সত‍্যজিৎ রায়ের ‘ফেলুদা’ (feluda), বড়পর্দায় যখনি চরিত্রটি নিয়ে ছবি হয়েছে খুব বাছাই করা অভিনেতাই সুযোগ পেয়েছেন ফেলুদা হিসাবে। প্রদোষ মিত্তিরের চরিত্রে এখনো বাঙালির পছন্দ সৌমিত্র চট্টোপাধ‍্যায়, সব‍্যসাচী চক্রবর্তীরা (sabyasachi chakraborty)। কিন্তু এবার অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী (chiranjit chakraborty) জানালেন, ফেলুদার চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল তাঁরও।

দীর্ঘ অভিনয় কেরিয়ারে বহু রহস‍্য গল্পে অভিনয় করেছেন চিরঞ্জিৎ। সাম্প্রতিক কালে বেশ কয়েকটি গোয়েন্দা ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘ষড়রিপু’, ‘ষড়রিপু ২’, ‘কিরীটি রায়’ এর মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছে। কিন্তু একটা আক্ষেপ থেকেই গেল তাঁর। ফেলুদার চরিত্রে অভিনয়টা আর করা হল না।

jpg 18 1
সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে হালকা সুরেই চিরঞ্জিৎ বলেন, “ফেলুদা চরিত্রটা করার খুব ইচ্ছা ছিল। বেণু নিয়ে নিল। এটাই আক্ষেপ।” তবে চিরঞ্জিৎ অবশ‍্য বসে নেই। গোয়েন্দা গল্পের নেশায় পেয়েছে তাঁকে। একের পর এক ডিটেকটিভের চরিত্রে অভিনয় করে চলেছেন তিনি।

সদ‍্য পরিচালক বিক্রম আদিত‍্য অর্জুনের একটি গোয়েন্দা ছবির প্রথম অংশের শুটিং শেষ করেছেন চিরঞ্জিৎ। ছবির নাম, মৃত‍্যুর রং ধূসর। জানা যাচ্ছে, ছবিটি সাইকো থ্রিলার ঘরানার। গল্প অনুযায়ী, শহরে একের পর এক খুন হয়ে চলেছে। সবই তরুণ বয়সের ছেলেমেয়েরা। পুলিসের শত চেষ্টাতেও খুনির নাগাল পাওয়া যাচ্ছে না। এরপরেই লালবাজার থেকে খুনিকে ধরার জন‍্য পুলিসের একটি বিশেষ দল গঠন করা হয়।

তারপরেই গল্পে আসে চাঞ্চল‍্যকর মোড়। জানা যায় খুনি আসলে একজন সাইকো। চিরঞ্জিৎ জানান, ছবির নামের আইডিয়াটা তিনিই দিয়েছিলেন। একটি গান থেকে লাইনটা পেয়ে মনে ধরেছিল অভিনেতা। থ্রিলার গল্প হলেও বেশ মজা করেই শুটিং সারা হয়েছে। চিরঞ্জিৎ ছাড়াও ছবিতে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ‍্যায়, ঐন্দ্রিলা বসু, রণজয় বিষ্ণু, জয় সেনগুপ্তরা। দশটি ছবির সিরিজে এটাই প্রথম ছবি আগামী বছর মুক্তির অপেক্ষায় এই নতুন গোয়েন্দা ছবি।


Niranjana Nag

সম্পর্কিত খবর