শ্রাদ্ধ বাড়ির পোশাক আর ভিড় ট্রেনে উঠতে হলে মহিলাদের পোশাক আলাদা হওয়া উচিত, ফের বেফাঁস চিরঞ্জিৎ

বাংলাহান্ট ডেস্ক: মহিলাদের পোশাক নিয়ে মন্তব‍্য করায় ফের বিতর্কের (controversy) মুখে তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (chiranjit chakraborty)। সময় ও পরিস্থিতি বুঝে মহিলাদের পোশাক সম্পর্কে সচেতন হওয়া উচিত। নারী সুরক্ষা নিয়ে নিজের মতামত স্পষ্ট করতেই ফের বিতর্কে জড়িয়েছেন চিরঞ্জিৎ।

তৃণমূল বিধায়ক বলেন, মহিলাদের পোশাক সম্পর্কে সচেতন হওয়া উচিত। শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার পোশাক একরকম আর ডিস্কো ঠেকে যাওয়ার পোশাক এক রকম। কোনো মেয়ে যখন পড়ে ভিড় ট্রেনে ফিরছে তখন সেই বুঝে তাকে পোশাক পরতে হবে। চিরঞ্জিতের এই মন্তব‍্যই নতুন করে উসকে দিয়েছে বিতর্ক।

IMG 20210319 212746
এর আগে তারকাদের রাজনীতিতে যোগদান নিয়ে মন্তব‍্য করে বিতর্কে জড়ান চিরঞ্জিৎ। একুশের নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক উঠেছে টলি তারকাদের মধ‍্যে। এই বিষয়ে চিরঞ্জিৎ বলেন, বর্তমানে বাংলার অভিনয় ইন্ডাস্ট্রির হাল খুবই খারাপ। ছবি হচ্ছে না। প্রযোজনা সংস্থাগুলি বন্ধ হয়ে রয়েছে। উপরন্তু করোনার জেরে ফাংশানও বন্ধ। তাই বিকল্প পেশার কথা ভেবেই রাজনীতিতে আসছেন তারকারা। যারা ভাবছেন বাংলায় কিছু হবে না তারাই বিজেপিতে যোগ দিচ্ছেন।

তবে নিজের সপক্ষে সাফাই দিয়ে চিরঞ্জিৎ বলেন, তাঁর মতো তারকারা লাভের আশায় রাজনীতিতে আসে না। কিন্তু যারা বলছেন মানুষের জন‍্য কাজ করবেন তারা ইন্ডাস্ট্রিতে কাজ না পেয়েই রাজনীতিতে আসছেন, এমনি বিষ্ফোরক মন্তব‍্য করেন তিনি। এর আগেও সংবাদ মাধ‍্যমকে চিরঞ্জিৎ বলেছিলেন, এখন বাংলা ছবির চল তেমন নেই। সেই কারণেই টাকা ও গ্ল‍্যামার পেতে তারকারা রাজনীতিতে আসছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর