স্লটহারা দুই সিরিয়াল, ‘চিরসখা’কে জায়গা দিতে কোপ পড়বে কার ঘাড়ে?

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলা, স্টার জলসা দুই চ্যানেলেই চলছে নতুন নতুন সিরিয়াল (Serial) আনার ধুম। দর্শকদের চাহিদা মাথায় রেখেই একের পর এক নতুন মেগা শুরু করা হচ্ছে। সেই সঙ্গে ইতি টানছে পুরনোদের গল্পে। বছরের শুরুতেই একটি নতুন সিরিয়াল (Serial) সম্প্রচার হতে চলেছে স্টার জলসায়। আর এই আসন্ন ধারাবাহিকের সম্ভাব্য স্লট নিয়েই শুরু হয়েছে জল্পনা।

জলসার পর্দায় শুরু হচ্ছে নতুন সিরিয়াল (Serial) চিরসখা

স্টার জলসার পর্দায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘চিরসখা’। মধ্যবয়স্ক পুরুষ মহিলার প্রেম, ব্যক্তিগত জীবনে সম্পর্কের উত্থান পতনের গল্প বলবে এই ধারাবাহিক (Serial)। এই মেগার হাত ধরেই ছোটপর্দায় মুখ্য চরিত্রে ফিরতে চলেছেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়।

Chirosokha serial might come in this serial slot in star jalsha

বন্ধ হচ্ছে হরগৌরী পাইস হোটেল: ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে চিরসখার প্রোমো। স্বামীর মৃত্যুর পর তার বন্ধুই হয়ে উঠবে স্ত্রীর অবলম্বন, এমনি গল্প উঠে আসবে এই সিরিয়ালে (Serial)। অন্যদিকে চিরসখাকে জায়গা দিতে জলসার পর্দা থেকে বিদায় নিতে চলেছে বেশ পুরনো সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’। দু বছর পুরনো ধারাবাহিকটি (Serial) বর্তমানে আর টিআরপি আনতে না পারায় শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন : দুবার স্লট বদলেও TRP-র দেখা নেই, মাত্র পাঁচ মাসেই গল্প ফুরোলো জি এর সিরিয়ালের!

কোন স্লটে আসবে নয়া মেগা: চিরসখা কবে থেকে কোন সময়ে আসবে তা এখনো জানা না গেলেও একথা স্পষ্ট যে রাত সাড়ে দশটায় হরগৌরীর ফেলে যাওয়া স্লটে আসবে না এই নতুন মেগা (Serial)। বরং লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার সিরিয়ালটিকে প্রাইম টাইমের স্লটই দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এবার সন্ধ্যা সাড়ে সাতটা এবং রাত আটটা, এই দুটি স্লটে খানিক পিছিয়ে পড়েছে জলসার ধারাবাহিক (Serial)। রাঙামতী তীরন্দাজ এবং উড়ান স্লট দখলে রাখতে ব্যর্থ হচ্ছে বারবার।

আরো পড়ুন : পর্দায় মাখোমাখো প্রেম, বাস্তবে বিবাদ? রুবেল-শ্বেতার বিয়েতে অনুপস্থিত পল্লবী! আমন্ত্রণটুকুও পাননি?

এই দুটি ধারাবাহিককেই টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে জি বাংলার মেগা। তাই মনে করা হচ্ছে এর মধ্যে যেকোনও একটি স্লটে আনা হতে পারে চিরসখাকে। তবে আটটায় বাংলা সেরা ‘পরিণীতা’র বিপরীতেই নতুন মেগাকে আনার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর