২৫০ দিনে ৩৫০টি রেল ইঞ্জিন তৈরি করে নতুন নজির ভারতের চিত্তরঞ্জন লোকোমোটিভের

এবার একটি নতুন রেকর্ড গড়ে ফের খবরের শিরোনামে উঠে এসেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। বিদ্যুৎ চালিত ইঞ্জিন তৈরির সংস্থা ভারতীয় রেল মন্ত্রকের জন্য কাজ করে থাকে। এদিন রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ চলতি ২০১৯-২০ অর্থবর্ষে মাত্র ২৫০টি কাজের দিনের মধ্যে তাদের বার্ষিক টার্গেট পূরণ করে ফেলেছে। প্রতি অর্থবর্ষে তাদের তৈরি করতে হয় ৩৫০টি নতুন ইঞ্জিন। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত দুই অর্থবর্ষে অর্থাৎ ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ এ তাদের এই টাb4f4b4c29402fef70a6861df34e21d2eর্গেট পূরণ করতে যথাক্রমে ২৯৯ এবং ২৮১ দিন সময় লেগেছিল এই সংস্থার। এত কম সময়ে এতগুলি ইঞ্জিন তৈরি করে সম্প্রতি একটি নতুন রেকর্ড গড়লো চিত্তরঞ্জন লোকোমোটিভ কর্তৃপক্ষ।

 

রেলমন্ত্রকের দ্বারা জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের কারখানায় গড়ে প্রতি সপ্তাহে ১০ টি করে ইঞ্জিন তৈরি করেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ। বিশ্বের বৃহত্তম ইঞ্জিন কারখানা গত বছর আগস্ট মাস থেকে গড়ে প্রতি মাসে ৪০ টি করে ইঞ্জিন তৈরি করেছে।

যার ফলস্বরূপ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রথম ১০০ টি ইঞ্জিন তৈরি করা হয়েছে ৮৮টি কর্মদিবসে, ২০০ টি তৈরি হয়েছে ১৫৮ কর্মদিবসে, ৩০০টি ইন্জিন ২১৬ টি কর্মদিবসে এবং শেষ অবধি ৩৫০টি ইঞ্জিনের লক্ষ্যমাত্রা পুরণ করতে সময় লেগেছে আরো ৩৪ দিন।

এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে, আসানসোল কারখানায় গড়ে প্রতিদিন ১.৫ টি ইন্জিন তৈরি করার হয়েছে। এছাড়াও ইঞ্জিনের পাশাপাশি কোচ তৈরিতেও এবছর লক্ষ্যণীয় নজির গড়েছে এই সংস্থা। ২০১৮-১৯ অর্থবর্ষের থেকে অনেক কম সময়ে চলতি ২০১৯-২০ অর্থবর্ষে ১,০০০ টি যাত্রীবাহী কোচ তৈরি করেছে এই ইঞ্জিন প্রস্তুত কোম্পানী।

সম্পর্কিত খবর