বাংলাহান্ট ডেস্ক : ফের একবার নতুন রেকর্ড সৃষ্টি করল চিত্তরঞ্জন লোকোমোটিভ। চলতি অর্থবর্ষে সর্বাধিক রেল ইঞ্জিন তৈরি করে নিজেদের রেকর্ড ফের নিজেরাই ভাঙল বাংলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ৫০০ তম ইঞ্জিনের উদ্বোধন করেছে ২০২৩-২৪ অর্থবর্ষে।
নিজেদের অতীতের রেকর্ড ছাপিয়ে গেছে এই সংস্থা। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে ২০২১-২২ অর্থবর্ষে নির্মিত হয়েছিল ৪৮৬টি ইঞ্জিন। তবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এখানেই থেমে থাকতে রাজি নয়। তাদের লক্ষ্য চলতি অর্থবর্ষে অন্তত ৫৪০ টি লোকোমোটিভ ইঞ্জিন তৈরি করা। এখনো দুমাস দেরি রয়েছে ২০২৩-২৪ অর্থবছর শেষ হতে।
আরোও পড়ুন : প্রেমে ছ্যাকা খেলে দাম কম, কাপলদের এক্সট্রা চার্জ! অযোধ্যায় নাম কুড়োচ্ছেন ‘বেওয়াফা সাথী চা-ওয়ালা’
অনেকেই মনে করছেন ৫৪০ এর লক্ষ্যমাত্রা পেরিয়ে গেলেও সেটা আশ্চর্যের বিষয় হবে না এই সংস্থার জন্য। চিত্তরঞ্জন লোকোমোটিভ এর আগেও এই ধরনের কাজ করেছে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাস গত সেপ্টেম্বর মাসে বিস্তারিত জানান।
আরোও পড়ুন : সেনা মৃত্যুর বদলা নিল আমেরিকা! মধ্যরাতে ইরাক, সিরিয়ার ৮৫ জায়গায় হামলা, শেষ ১৮ জঙ্গি
তিনি বলেন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ৪৩৬টি লোকোমোটিভ নির্মাণ করে ২০২২-২৩ অর্থবর্ষে। রেলওয়ে বোর্ড এই সংখ্যাটা আরও বাড়াতে চাইছে। ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই কারখানাকে ৫৪০টি ইঞ্জিন তৈরি করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।বাংলার এই কারখানার মাত্র ৭৮ দিনে ১০০টি নতুন লোকোমোটিভ ইঞ্জিন তৈরির রেকর্ডও রয়েছে।
২০২২ সালে এই রেকর্ড তৈরি হয়েছিল। এমনকি সংশ্লিষ্ট মহল দাবি করেছিল, গত অর্থবর্ষের মার্চে একদিনে ১২টি লোকোমোটিভ তৈরি করেছিলেন এই কারখানার কর্মচারীরা। অনেকেই এটিকে অভাবনীয় বলেছিলেন। এখন চিত্তরঞ্জন লোকোমোটিভ তৈরি করছে অমৃত ভারত ট্রেনের জন্য পুশ-পুল প্রযুক্তির ইঞ্জিনও।