একটা সময় কাঁপিয়েছেন বলিউড, দারিদ্রতার কারণে পরিচারিকার কাজ বেছে নিয়েছিলেন শশীকলা

বাংলাহান্ট ডেস্ক : বলিউড জগতের উত্থান-পতন সবই দেখেছেন তিন। দীর্ঘ সময় ধরে যুক্ত থেকেছেন বলি জগতের সঙ্গে। কখন দর্শকদের সামনে ধরা দিয়েছেন নায়িকা হিসেবে তো কখনও আবার হয়ে উঠেছেন মা। এমনকি ঠাকুমার চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তিনি শশীকলা (Shashikala)।

১৯৩৬ সালে শুরু করেছিলেন অভিনয়। ২০০৫ পর্যন্ত চুটিয়ে অভিনয় করেছেন তিনি। ২০২১ সালের ৮ এপ্রিল বার্দ্ধক্যজনিত রোগে মৃত্যু হয় এই অভিনেত্রীর। মৃত্যুকালীন তাঁর বয়স ছিল ৮৮ বছর। ‘বাদশা’ ছবিতে তিনি ধরা দিয়েছেন শাহরুখ খানের মায়ের চরিত্রে। আবার ‘মুজসে শাড়ি কারোগী’ ছবিতে সালমান খানের ঠাকুমার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Shashikala

অভিনয় জগতে বেশ জনপ্রিয়তা লাভ করলেও একটা সময় কঠিন দারিদ্রতার মধ্যে দিয়েই জীবন অতিবাহিত করেছেন শশীকলা। ছোট্ট ভাইকে লেখাপড়া শেখাতে সমস্ত পুঁজি শেষ করে দিয়েছিলেন অভিনেত্রীর বাবা। এরপরই শুরু হয় অভিনেত্রীর জীবনের লড়াই।

পারিবারিক অসচ্ছলতা এমন পরিস্থিতিতে এসে পৌঁছায় যে আট-দশদিনের বেশি অভুক্তই থাকতে হত তাঁদের। পরিবারকে বাঁচাতে এবং অর্থের তাগিদে সে সময় পরিচারিকার কাজ করতে হয় অভিনেত্রীকে। ঠিক সেই সময়ই তাঁর পরিচয় হয় বিখ্যাত অভিনেত্রী নূরজাহানের সঙ্গে।

Shashikala

বদলে যায় অভিনেত্রীর ভাগ্য। অভিনেত্রী নূরজাহানের হাত ধরেই বলি দুনিয়ায় পা রাখেন তিনি। ১৯৪৫ সালে ‘জিনাত’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে অভিনয় করে তিনি ২৫ টাকা পারিশ্রমিক পান। প্রথম ছবিতে অভিনয় করেই সকলের মন জিতে নেন অভিনেত্রী। তারপর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি পিছন ফিরে।

Shashikala

মাত্র ১৯ বছর বয়সেই সাত পাকে বাঁধা পড়েন তিনি। জন্ম হয় দুটি কন্যা সন্তানের। কিন্তু হঠাৎই স্বামীর সঙ্গে বিবাদ বাঁধে তাঁর। পরপুরুষের হাত ধরে তিনি পারি দেন বিদেশ। কিন্তু সেই সম্পর্কও খুব বেশি দিন টিকিয়ে রাখতে পারেননি অভিনেত্রী। ফলে ফের ভারতে ফিরে আসেন তিনি। নতুন করে শুরু করেন অভিনয় জগৎ।

additiya

সম্পর্কিত খবর