চোপড়ায় রাস্তায় ফেলে তরুণীকে বেধড়ক মার! ‘মেয়েটির ভুল ছিল’, বিস্ফোরক তৃণমূল বিধায়ক!

   

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার দুপুরে শোরগোল ফেলে দেয় চোপড়ার একটি ভিডিও। সমাজমাধ্যমে সেই ভিডিও শেয়ার করে তৃণমূলকে (Trinamool Congress) একহাত নেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেই ভিডিওয় দেখা যায়, কঞ্চি দিয়ে এক তরুণীকে ক্রমাগত মেরে চলেছেন একজন পুরুষ (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)। এবার এই নিয়ে মুখ খুললেন স্থানীয় TMC বিধায়ক হামিদুল রহমান (Hamidul Rahman)।

গতকাল ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা গিয়েছিল, রাস্তায় পড়ে কাতরাচ্ছেন একজন তরুণী। কঞ্চি দিয়ে তাঁকে ক্রমাগত মেরে চলেছেন একজন পুরুষ। বিজেপি এবং সিপিএমের দাবি, কঞ্চি হাতে যে পুরুষটিকে মারতে দেখা যাচ্ছে, তাঁর নাম তাজেমুল। এলাকায় সেই জেসিবি নামেই বেশি পরিচিত। TMC বিধায়ক হামিদুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি আছে এই জেসিবির।

এই বিষয়ে হামিদুল বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। একইসঙ্গে স্বীকার করে নেন, ভিডিওতে যে পুরুষকে মারতে দেখা যাচ্ছে তাঁর নাম তাজেমুল এবং সে TMC-র হয়ে এলাকায় কাজ করে। পাশাপাশি এও বলেছিলেন, ওই তরুণী যদি পুলিশে অভিযোগ জানান তাহলে অবশ্যই তাজেমুলকে গ্রেফতার করা হবে। তবে এবার সেই বিধায়কের একটি মন্তব্য ঘিরেই তুমুল চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ সরকারি নিয়মকে বুড়ো আঙুল! বার্ষিক কাজের মূল্যায়ন জমা দিচ্ছেন না রাজ্যের অনেক বড় কর্তা, কেন জানেন?

সম্প্রতি চোপড়ার বিধায়ক বলেন, ‘ওই মহিলার অসামাজিক কাজকর্ম করছিলেন। সে ভুল করেছিল’। হামিদুলের সংযোজন, ‘মুসলিম সমাজে কিছু নিয়ম রয়েছে। তবে আমি এটা মেনে নিচ্ছি, যা ঘটেছে সেটা চরম’।

Chopra couple beating incident

এদিকে চোপড়ার এই ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে নেমে পড়েছে পুলিশ। অভিযুক্ত তাজেমুল ওরফে জেসিবি বর্তমানে পুলিশের জালে বন্দি। পুলিশ সুপার জবি থমাস কে জানিয়েছিলেন, প্রাথমিক তদন্তের পর জানা যায় দু’দিন আগে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গ্রাম নিবাসী ওই যুগলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই কারণে সালিশি সভা ডাকা হয়। সেখানেই ওই তরুণী এবং তাঁর সঙ্গীকে বেধড়ক মারধর করা হয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর