“মুরলিধরণ কিংবা নারায়ণ নন, আমিই বিশ্বসেরা অফস্পিনার”, দাবি ইউনিভার্সাল বস ক্রিস গেইলের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামী মাসেই ৪৩-এ পড়বেন তারকা ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। আপাতত নতুন ফ্র্যাঞ্চাইজি বেসড টুর্নামেন্ট “সিক্সটি”-তে খেলার জন্য তৈরি হচ্ছেন এই কিংবদন্তি। বয়স বাড়লেও তার ক্রিকেটের প্রতি উৎসাহ একেবারেই কমেনি। সেইসঙ্গে কমেনি তার কথার ধার। আগে অনেকবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন এই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার। এবার আবারো নিজের মন্তব্যের কারণে সকলের আলোচনায় উঠে এলেন তিনি।

সকলেই গেইলকে চেনেনি নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য। টি-টোয়েন্টি ফরম্যাটে সমস্ত রকমের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তার নামের পাশে ১৪,৫৬২ রান রয়েছে। তারপর যখন কথা বলতে শুরু করে তখন অসহায় হয়ে পড়েন প্রতিপক্ষের বোলাররা। দেশের জার্সির পাশাপাশি একাধিকবার আইপিএলেও নিজের এই বিধ্বংসী রূপ প্রদর্শন করেছেন গেইল। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তার ৩০ বলে করা দুর্দান্ত শতরান এখনো আইপিএলের সর্বশ্রেষ্ঠ ইনিংস বলে পরিচিত।

কিন্তু এই ব্যাটিংয়ের পাশাপাশি মাঝেমধ্যে তার দলের অধিনায়করা তাকে পার্টটাইম অফস্পিনার হিসেবেও ব্যবহার করেছেন। প্রাক্তন নাইট রাইডার্স অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে তার জাতীয় দলের অধিনায়ক ড্যারেন স‍্যামি, প্রত্যেকে এই সময়ে অসময়ে তার শরণাপন্ন হয়েছেন এবং তিনিও মাঝেমধ্যেই উইকেট নিয়ে তাদের পরিকল্পনাকে সফল করেছেন। কিন্তু এবার নিজেরই বোলিং নেই একটি মারাত্মক মন্তব্য করে বসেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

ফের একবার নিজের মাঠে নামার বিষয়ে কথা বলতে গিয়ে নিজেকে বিশ্বের সেরা অফস্পিনার বলে দাবি করেছেন তিনি। একটি সাক্ষাৎকারে গেইল বলেছেন, “আমি আবার মাঠে ফিরতে মুখে হাসি নিজেকে আবার একটা ছোট বাচ্চার মত মনে হচ্ছে প্রথম ম্যাচটা খেলার জন্য উৎসুক হয়ে রয়েছি আমি খুব ভালো ছন্দে রয়েছি। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই পারফরম্যান্স করব। আপনি নিশ্চয়ই জানেন আমার বোলিং সবসময়ই সহজাত। আমি বিশ্বের শ্রেষ্ঠ অফস্পিনার। মুথাইয়া মুরালিধরন এর সঙ্গে আমার তুলনা হয়না। সুনীল নারায়ণও আমার ধারে কাছে আসেন না আমার ইকোনোমি ওদের চেয়ে অনেক ভালো।” কোন সন্দেহ নেই যে ইউনিভার্সাল বস কথাটি মজা করেই বলেছেন কিন্তু গেলে বোলিং রেকর্ড খুব একটা খারাপ নয়। আইপিএল এবং দেশের হয়ে ৩ ফরম্যাট মিলে ৬২৫ ম্যাচে ২৭৮ উইকেট রয়েছে তার নামের পাশে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর