আজ বিরাটদের বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন ক্রিস গেইল, ভিডিওবার্তায় দিলেন তেমনই ইঙ্গিত

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলে (IPL) একেবারেই ছন্দে নেই কিংস ইলেভেন পাঞ্জাব (Kings XI panjab)। কিংস ইলেভেন পাঞ্জাবের দুই ওপেনার কে এল রাহুল এবং মায়াঙ্ক আগারওয়াল দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করলেও দল হিসাবে একেবারে ব্যর্থ পাঞ্জাব। এখনো পর্যন্ত সাত ম্যাচ খেললেও মাত্র একটিতে জয় লাভ করেছে পাঞ্জাব। আর পাঞ্জাবের এই লাগাতার ব্যর্থতার কারণ দলের মিডল অর্ডার ব্যাটিং লাইনআপ। আর তাই আজ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে পাঞ্জাব দলে ঘটতে চলেছে বড়োসড়ো পরিবর্তন।

আজ শারজায় আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাব এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই ম্যাচে খেলতে দেখা যেতে পারে টি-টোয়েন্টি ক্রিকেটের বস অর্থাৎ ক্রিস গেইলকে (Cris Gayel)। এবার আইপিএলে পাঞ্জাব এখনো পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ফেললেও ক্রিস গেইলের মাঠে নামা হয়নি। বেঞ্চে বসেই বারবার দলের হার দেখতে হয়েছে তাকে। আর তাই আজ তার পুরনো দল আরসিবির বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন ক্রিস গেইল।

images 86 3

কিংস ইলেভেন পাঞ্জাবের অফিসিয়াল টুইটার পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওবার্তায় ক্রিস গেইল বলছেন, ” সব ভক্তদের উদ্দেশ্যে বলছি অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ফিরতে চলেছেন ইউনিভার্স বস। আমি জানি তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলে। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।” অর্থাৎ ক্রিস গেইলের ভিডিওবার্তা থেকে এটা স্পষ্ট যে, যদি কিছু অঘটন না ঘটে তাহলে আজ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট হাতে দেখা যাবে ইউনিভার্সাল বসকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর