বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে আরম্ভ হচ্ছে আইপিএল ২০২৩। আরও একবার নিজেদের অধরা কাপ জয়ের যুদ্ধে সামিল হবে আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। এখনও অবধি ১৫ বছর ধরে ওই ট্রফির জন্য লড়াই করেও একবারও ওই ট্রফি ঘরে তোলা হয়নি বিরাট কোহলির দলের। ভক্তরাও অপেক্ষা করতে করতে হতাশ। কিন্তু তাদেরকে এবার হতাশ করলেন তাদেরই এক প্রাক্তন তারকা ক্রিস গেইল।
সম্প্রতি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে তাদের দুই প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সকে বিশেষ সম্মান জানানো হয়েছে। তাদের দুজনকে সম্মান জানিয়ে তাদের ৩৩৩ ও ১৭ নম্বর জার্সি দুটিকে হল অফ ফেমে জায়গা দিয়েছে আরসিবি ম্যানেজমেন্ট। এরপর আর কেউ ওই নম্বরের জার্সি দুটি ভবিষ্যতে পরিধান করবেন না।
কিন্তু তারপরেও চলতি মরশুমে কারা আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে সেই দলের তালিকায় নিজের পুরনো টিম আরসিবি-কে রাখেননি গেইল। গেইলের মতে এই আইপিএলের শীর্ষ ৪ দল হতে চলেছে লখনউ সুপারজায়ান্টস, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। মজার ব্যাপার গেইল নিজের আরও পুরনো দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের নামও নেননি।
তবে এবি ডিভিলিয়ার্স অবশ্য নিজের পুরনো দলের প্রতি সদয় হয়েছেন। আরসিবির সাথে সাথে তিনি প্লেয়ারদের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করেছেন গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংসকে। তবে নিজের পুরনো দল দিল্লি ক্যাপিটালসকে জায়গা দেননি মিস্টার ৩৬০°।