ধর্মীয় ভাবাবেগে আঘাত, রবীনা ট্যান্ডন, ফারাহ খানদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ খ্রিস্টান ধর্মাবলম্বীদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় রবীনা ট্যান্ডন, ফারাহ খান ও ভারতী সিংয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। গত শুক্রবার এই তিনজনের বিরুদ্ধে প্রতিবাদও শুরু হয় পাঞ্জাবের কয়েকটি অংশে।

তাঁদের অভিযোগ, একটি টেলিভিশন শো চলাকালীন খিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানেন রবীনা, ফারাহ ও ভারতী। এই নিয়ে পাঞ্জাবের জলন্ধর ও গুরুদাসপুরে শান্তিপূর্ণ প্রতিবাদে শামিল হন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বুধবার অমৃতসরের আজনালা শহরের খ্রিস্টান ফ্রন্টের প্রেসিডেন্ট সোনু সূর ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পাঞ্জাব পুলিসের কাছে। তাঁর অভিযোগ, টিভি শো চলাকালীন রবীনা, ফারাহ ও ভারতী হিব্রু শব্দ ‘Hallelujah’ কে ‘বিকৃত’ ভাবে উচ্চারণ করেন।

https://twitter.com/TandonRaveena/status/1210176333566885892

এরপরই বৃহস্পতিবার টুইটারে ক্ষমাপ্রার্থনা করেন রবীনা। তিনি লেখেন, ‘আমি এমন কোনও শব্দ উচ্চারণ করিনি যাতে কোনও ধর্মের ভাবাবেগে আঘাত লাগে। কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমাদের তিনজনের ছিল না। কিন্তু যদি আমরা এমনটা করে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’ ক্ষমাপ্রার্থনা করেন ফারাহ খানও। টুইট করে তিনি  লেখেন, ‘আমি খুবই দুঃখিত যে আমার শোয়ের কারনে অনিচ্ছাকৃতভাবে কারওর ভাবাবেগে আঘাত লেগেছে। আমি সব ধর্মকেই সম্মান করি। পুরো টিমের তরফ থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’

উল্লে্খ্য, ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় মামলা দায়ের হয়েছে রবীনা ট্যান্ডন, ফারাহ খান ও ভারতী সিংয়ের বিরুদ্ধে। পাঞ্জাব পুলিসের একজন উচ্চপদস্থ অফিসার জানান, অভিযোগ দায়ের করার সময় একটি ভিডিয়ো ফুটেজও জমা করা হয়েছে পুলিসের কাছে।

X