বাংলাহান্ট ডেস্ক: খারাপ খবর দিয়ে বছর শুরু হল টেলিপাড়ার। ৩ রা জানুয়ারি, মঙ্গলবার সকালে প্রয়াত হলেন পরিচালক সন্দীপ চৌধুরী (Sandip Chowdhury)। প্রখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর ছেলে এবং অভিনেত্রী চুমকি (Chumki Chowdhury) এবং রিনা চৌধুরীর (Rina Chowdhury) ভাই ছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে।
অঞ্জন চৌধুরীর মেজ সন্তান ছিলেন সন্দীপ। ছোট বোন প্রাক্তন অভিনেত্রী রিনা চৌধুরী কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। জানান, গোটা বিষয়টা নিয়ে কিছুই জানতেন না তাঁরা। একটি সিরিয়ালের শুটিং করছিলেন সন্দীপ চৌধুরী। সেই সিরিয়ালের সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রিনা জানান, তাঁর বৌদিই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন দাদাকে। তারপর আজ এই দুঃসংবাদ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রিনা চৌধুরী। তিনি জানান, সন্দীপ চৌধুরী নাকি একেবারেই নিজের যত্ন করতেন না। যত্ন পেতেনও না। ডাক্তারের কাছে যাওয়ার কথা বললেও বলতেন, কাজের খুব চাপ।
ভাইয়ের অকালমৃত্যুতে শোকস্তব্ধ দিদি চুমকি চৌধুরী। কথা বলতেই পারেননি তিনি। উল্লেখ্য, মাত্র কয়েক মাস আগেই মাকে হারিয়েছেন চুমকি রিনা। এবার চলে গেলেন ভাইও। উপর্যুপরি আঘাতে বিপর্যস্ত চৌধুরী পরিবার। সন্দীপ চৌধুরীর মৃত্যুতে বড় ক্ষতি হল ইন্ডাস্ট্রিরও।
বড়পর্দা ছোটপর্দা মিলিয়ে সক্রিয় ভাবে কাজ করছিলেন তিনি। বহু বছর ধরেই সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন সন্দীপ চৌধুরী। জনপ্রিয় ‘এরাও শত্রু… মুখোশের আড়ালে’ সিরিয়ালের পরিচালক ছিলেন তিনি। সাম্প্রতিক কালে ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালে কাজ করেছেন সন্দীপ চৌধুরী। সেখানে সৃজনশীল পরিচালক ছিলেন তিনি।
‘কন্যাদান’ সিরিয়ালেও কাজ করছিলেন পরিচালক। এছাড়াও আরো কিছু সিরিয়াল আনার কথা ছিল তাঁর। ‘বিদ্রোহিনী’ নামে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং জিতু কামালের সঙ্গে একটি ছবিও করার কথা ছিল তাঁর। মাত্র ৪৪ এই পরিচালককে হারিয়ে শোকের ছায়া নেমেছে টলিপাড়ায়।