কোথায় হারিয়ে গেলেন বাংলা সিনেমার ‘মেজ বউ’! কীভাবে দিন কাটছে চুমকি চৌধুরীর?

বাংলা হান্ট ডেস্ক : নব্বইয়ের দশকের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। বাংলার বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরীর বড় মেয়ে চুমকি (Chumki Chowdhury)।  বাবা অঞ্জন চৌধুরীর বিখ্যাত বাংলা সিনেমা ‘হীরক জয়ন্তী’র হাত ধরেই প্রথম অভিনয় জগতে হাতেখড়ি  হয়েছিল চুমকির (Chumki Chowdhury)। ১৯৯০ সালের মুক্তিপ্রাপ্ত এই বাংলা সিনেমা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বাংলা সিনেমা প্রেমীদের কাছে। প্রথম সিনেমার সাফল্যের পর আর ফিরে তাকাতে হয়নি চুমকিকে।

কোথায় হারিয়ে গেলেন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)?

এরপর তিনি একে একে অভিনয় করেছেন একাধিক বাংলা সিনেমায়। কিন্তু এই জনপ্রিয় অভিনেত্রী এখন একপ্রকার হারিয়ে গিয়েছেন বাংলা বিনোদন জগত থেকেই। তাই ইদানিং তাঁকে আর বড় পর্দায় দেখা যায় না। একটা সময় বাংলা সিরিয়ালেও দাপিয়ে  অভিনয় করেছেন চুমকি। তাই শুধু পরিচালক অঞ্জন চৌধুরীর মেয়ে হিসেবে নয়, নিজের অভিনয় গুণেই নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন চুমকি চৌধুরী।

সিনেমার মতোই বর্ণময় এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। চুমকি চৌধুরীররা ছিলেন তিন ভাই বোন। তাঁর বোন রিনা চৌধুরীও অভিনয় করেছেন বেশকিছু বাংলা সিনেমায়। তাঁদের ছোট ভাইয়ের নাম সন্দীপ চৌধুরী। ব্যক্তিগত জীবনেও নানান চড়াই-উৎরাই-এর  সাক্ষী থেকেছেন বাংলা সিনেমার এই ‘ট্রাজেডি কুইন’। জনপ্রিয় অভিনেতা লোকেশ ঘোষের সাথে জুটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

অভিনয়ের সূত্রেই লোকেশ ঘোষের সাথে প্রথম পরিচয় হয়েছিল চুমকির। সেখান থেকেই তাঁদের  সম্পর্ক পরবর্তীতে পরিণতি পায় বিয়েতে। অঞ্জন চৌধুরী নিজের দাঁড়িয়ে থেকে মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন লোকেশ ঘোষের। কিন্তু তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়নি। বিয়ের মাত্র কয়েক বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

আরও পড়ুন : মায়ের সাথে কথা বন্ধ! হবু শাশুড়িকে হারিয়ে ‘মিশকা’ লিখলেন, ‘আর কোনো কষ্ট হবে না..’

তারপর থেকে অভিনয় জগৎ থেকে ক্রমশ দূরে সরে যেতে শুরু করেন লোকেশ এবং চুমকি দুজনেই। এছাড়াও ব্যক্তিগত জীবনেও একাধিক কাছের মানুষজনকে হারিয়েছেন চুমকি চৌধুরী। প্রসঙ্গত ২০১৭ সালে প্রয়াত হন বাংলার বিখ্যাত পরিচালক তথা চুমকি চৌধুরীর বাবা অঞ্জন চৌধুরী। আর ২০২২ সালে মারা যান অভিনেত্রীর মা।

Chumki Chowdhury

এরপর গত বছরে নিজের ছোট ভাইয়েরও মৃত্যু দেখেছেন তিনি। তারপর একেবারে মুষড়ে পড়েছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তবে জীবন কখনও থেমে থাকে না। তাই তিনি আবার ফিরেছেন শুটিং ফ্লোরে। এই মুহূর্তে চুমকি চৌধুরী অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় মেগা ‘রোশনাই’তে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর