শ্রাদ্ধবাড়িতে গিয়ে কাঁদতে হবে, এর জন‍্য পাঁচ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল চাঙ্কি পাণ্ডেকে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কথায় বলে গ্ল‍্যামার ওয়ার্ল্ডে অর্থ অফুরন্ত, শুধু তা ধরতে জানতে জানতে হয়। ক‍্যামেরার সামনে অভিনয় ছাড়াও আরো নানান কাজে তারকা গ্ল‍্যামার দেখানোর জন‍্য ডাক পড়ে অভিনেতা অভিনেত্রীদের। তার বদলে পকেটে আসে বেশ মোটা টাকা। তবে মাঝে মাঝে বেশ বেয়াড়া আবদারও আসে তাদের কাছে।

এমনি পরিস্থিতির শিকার হতে হয়েছিল অভিনেতা চাঙ্কি পাণ্ডেকে (chunky pandey)। কোনো ছবিতে মূল চরিত্রে অভিনয় না করলেও পার্শ্ব চরিত্রে অভিনয় করে ভালই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। মেয়ে অনন‍্যা পাণ্ডেও সম্প্রতি বলিউডে অভিষেক করেছে। এমন সময় নিজের এক পুরনো অভিজ্ঞতা শেয়ার করলেন চাঙ্কি যা শুনে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা।


এক শ্রাদ্ধবাড়িতে উপস্থিত থাকার বিনিময়ে পাঁচ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেতাকে। এমনিতে বিভিন্ন বিয়েবাড়ি বা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন‍্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তারকাদের। কিন্তু চাঙ্কিকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা সত‍্যিই বেনজির। চাঙ্কি জানান ২০০৯ সালে এই ঘটনা ঘটে তাঁর সঙ্গে। এক ব‍্যবসায়ী পরিবারের শ্রাদ্ধবাসরে উপস্থিত থাকার জন‍্য পাঁচ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেতাকে।

ওই ব‍্যবসায়ী পরিবারের এক সদস‍্যের শ্রাদ্ধে চাঙ্কিকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। তাঁর কাজ ছিল একটু চোখের জল ফেলা ও বাকি সময়টা এক পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা। এর জন‍্যই পাঁচ লক্ষ টাকা তাঁকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আসলে চাঙ্কি ওই শ্রাদ্ধে উপস্থিত হলে অতিথিরা ভাবতেন যে ওই ব‍্যবসায়ী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করেছেন।

কিন্তু চাঙ্কি এই প্রস্তাবে রাজি হননি। বদলে এক স্বল্প পরিচিত অভিনেতাকে পাঠিয়েছিলেন তিনি। চাঙ্কির কথায়, তেমন কোনো কাজ না করেই যদি পাঁচ লক্ষ টাকা পাওয়া যায় তাহলে কারোর দরকার থাকলে সে নেবে না কেন টাকা। তবে চাঙ্কির বক্তব‍্য, তিনি নিজে এই সব কাজ ক‍্যামেরার সামনে অভিনয় করতে পারবেন। কিন্তু শ্রাদ্ধে নয়।

সম্পর্কিত খবর

X