বাংলাহান্ট ডেস্ক: কখনো ভেবেছেন আগের জন্মে (Past Life) কী ছিলেন বা কে ছিলেন? কেমন ছিল সেই জীবনটা, কীভাবেই বা শেষ হয়েছিল সেই জীবনটা, জানতে ইচ্ছা করে? এমন অনেকেই আছেন যারা পুনর্জন্মে বিশ্বাস করেন। অনেকে আবার স্রেফ উড়িয়ে দেন এই তত্ত্ব। কিন্তু জাতীয় টেলিভিশনেই এমন একটি শো হয়েছিল যেখানে তারকারা এসে নিজের মুখে বলেছিলেন গত জন্মের কথা। সেই তালিকায় ছিলেন চাঙ্কি পাণ্ডেও (Chunky Pandey)।
রবি কিষণ সঞ্চালিত ‘রাজ পিছলে জনম কা’ সম্প্রচারিত হত ২০১০ সালে। সেখানে থেরাপির মাধ্যমে মনের গহীন ভয়ের সম্মুখীন হত শোতে উপস্থিত অতিথিরা। খুলে যেত গতজন্মের দরজা। এমনি দাবি করা হত ওই শোতে। সেখানেই একবার এসেছিলেন চাঙ্কি পাণ্ডে। থেরাপি চলার সময়ে তিনি দাবি করেছিলেন, নিজের পূর্বজন্ম দেখতে পেয়েছেন।
চাঙ্কি জানিয়েছিলেন, গতজন্মে তিনি ঔপনিবেশিক ভারতের একজন বাসিন্দা ছিলেন। ব্রিটিশ রাজত্বের সময়ে নাকি তাঁর উপরে দায়িত্ব পড়েছিল গোয়াতে সোনা পাঠানোর। রেবেকা নামে এক ব্রিটিশ মহিলার নামও জানিয়েছিলেন চাঙ্কি পাণ্ডে। জাহাজে আক্রমণ হওয়ায় সেখানেই মৃত্যু হয়েছিল পূর্বজন্মের চাঙ্কির।
https://www.instagram.com/reel/CfWs0nGDf5S/?igshid=YmMyMTA2M2Y=
পুরনো ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভিডিওটি এবং সর্বোপরি রিয়েলিটি শোয়ের কনসেপ্ট নিয়ে হাসাহাসি চলছে নেটপাড়ায়। গোটা শোটাই নাকি বানানো বলে দাবি করেছেন কয়েকজন। আবার একজন মজা করে লিখেছেন, জীবনে একবারই ভাল অভিনয় করেছিলেন চাঙ্কি। যদিও কয়েকজন দাবি করেছেন, থেরাপির মাধ্যমে গতজন্মের স্মৃতি ফেরত পাওয়া সম্ভব। তবে এটা যে সাজানো তা বোঝাই যাচ্ছে।