বাংলাহান্ট ডেস্কঃ করোনা সন্দেহে প্রাথমিকভাবে কোয়ারেন্টিন রাখা হচ্ছে মানুষজনকে। কিন্তু চুরুলিয়ায় (Churulia) সেই কোয়ারেন্টিন সেন্টার নিয়েই ঘটে গেল বিপত্তি। আসানসোল জেলার অন্তর্গত জামুড়িয়ার চুরুলিয়ায় পুলিশ এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হয় মঙ্গলবার সকালে। দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয়। এই সংঘর্ষ এক পুলিশ আধিকারিকের পা ভেঙ্গে যায়। কোয়রেন্টিনে থাকা অধিবাসীদের ফিরিয়ে দেওয়া হয় বাড়িতে।
সম্প্রতি আসানসোল জেলা হাসপাতাল থেকে ২৭ জনকে জামুড়িয়ার চুরুলিয়ায় আখলপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। করোনা (COVID-19) সন্দেহে ওই ব্যক্তিদের সেখানে কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু এলাকাবাসী তাতে বিক্ষোভ দেখায়। তাঁদের দাবী আক্রান্ত ওই ব্যক্তিদের সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে। এই কারণে স্থানীয় পুলিশ সেখানে গেলে তাঁদের সঙ্গে এলাকাবাসীর চরম সংঘর্শ শুরু হয়। দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি শুরু হয়। মহিলা পুরুষ মিলিতভাবে এই বিক্ষোভ দেখায়।
বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ভেঙ্গে দেয়। পুলিশের মধ্যে কিছু মহিলা পুলিশও ছিল। স্থানীয়রা বিক্ষোভের জেরে প্রথমে পুলিশের দিকে ইট ছোঁড়ে। পড়ে আত্মরক্ষা করতে পুলশ তাঁদের দিকে ইট ছুঁড়ে দেয়। শেষে না পেরে পুলিশ কাদুনে গ্যাস ছড়াতে বাধ্য হয়। এই সংঘর্শের জেরে এখনও পর্যন্ত মোট নয় জনকে গ্রেফতার করা হয়েছে, যদের মধ্যে ৪ জন রয়েছেন মহিলা। সংঘর্শের জেরে একজন পুলিশ আধিকারিক সহ মোট ২০ জন পুলিশ আহত হন।
এই ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় প্রশাসনিক বৈঠকের পরে ওই এলাকার কোয়ারেন্টাইন কেন্দ্রে থাকা ২৭ জনকে তাঁদের বাড়িতে পৌঁছে দিয়েছে প্রশাসন। এরপর প্রশাসনিক বৈঠকে ঠিক করা হবে চুরুলিয়ায় স্থাপন করা কোয়ারান্টাইন কেন্দ্রটি থাকবে কিনা। নাকি সেটিকে বন্ধ করে দেওয়া হবে।