ঝাড়খণ্ড পালানোর চেষ্টা করছিল বিজেপি বিধায়ক খুনের অভিযুক্ত মাবুদ শেখ, গ্রেপ্তার করল CID

বাংলাহান্ট ডেস্কঃ হেমতাবাদের বিজেপি বিধায়ক (MLA of Bharatiya Janata Party) দেবেন্দ্রনাথ রায়ের (Debendranath roy) মৃত্যুর জট খুলছে ধীরে ধীরে। এক এক করে পুলিশের জালে ধরা পড়ছে অভিযুক্তরা। গত ১৩ ই জুলাই নিজেরই বাড়ি থেকে কিছু দূরে এক চায়ের দোকানে বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও, পরিবারের দাবী ছিল তাঁকে খুন করা হয়েছে।

CID শুরু করে তল্লাশি
এরপরই শুরু হয় তদন্ত। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছিল পুলিশ। সেই নোটে নিলয় সিংহ এবং মাবুদ শেখরের নাম পায় পুলিশ। শুরু হয় তল্লাশি। রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত তল্লাশির দায়িত্ব তুলে দেওয়া হয় CID-এর হাতে।

bjp 33

গ্রেপ্তার হয়েছিল এক অভিযুক্ত
তদন্তে নেমে গত ১৪ ই জুলাই মালদার এক নামই আবাসন থেকে নিলয় সিংহকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আরও এক অভিযুক্ত চাঁচলের  মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের দারিয়াপুর গ্রামের বাসিন্দা মাবুদ শেখ (Mabud Shaikh) অধরা ছিল। তবে সম্প্রতি সূত্র মারফত পুলিশ জানতে পারে আত্মগোপন করে মোথাবড়ী থানার  বাবলা কমলপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে মাবুদ শেখ।

পাকড়াও হল মাবুদ শেখ
সময় নষ্ট বা করে শুক্রবার দুপুরে ঝাড়খণ্ডে পালিয়ে যাওয়ার আগেই গ্রেপ্তার করা হয় মাবুদ শেখকে। মোথাবড়ী থানার পুলিশ খবর দেয় CID-কে। শুক্রবারই মাবুদ শেখকে নিয়ে রায়গঞ্জের উদ্দ্যেশ্যে বেরিয়ে পরে CID।

Smita Hari

সম্পর্কিত খবর