বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন স্কুল সার্ভিস কমিশন (school service commission) থেকে শুরু করে প্রাথমিক টেট (Primary tet) দুর্নীতি মামলায় শাসকদলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে চলেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আবার কল্যাণী এইমসে (Kalyani AIIMS) বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে বিদ্ধ হয়ে চলেছে বিজেপি (BJP)। বর্তমানে শাসকদলের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করলেও চাকরি দুর্নীতি মামলা ঘিরে বিরোধী শিবিরেও চাপ ক্রমশ বেড়ে চলেছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে পড়েছে সিআইডি (CID)।
এদিন সেই প্রসঙ্গে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে যায় সিআইডির একটি দল। সিআইডির পক্ষ থেকে বাঁকুড়ার কানকাটা এলাকায় বিজেপি বিধায়কের কন্যা মৈত্রী দানার বাড়িতে পৌঁছায় একটি দল এবং পরবর্তীকালে কয়েক ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। সম্পূর্ণ ঘটনার ভিডিওগ্রাফি হয়েছে বলে খবর সামনে উঠে আসছে।
উল্লেখ্য কল্যাণী এইমস নার্সিং কলেজ বিভিন্ন পদে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে। এক্ষেত্রে অপর এক বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূর পাশাপাশি নীলাদ্রিশেখর দানার কন্যাকেও চাকরিতে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠতে থাকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। পরবর্তীকালে দলের এক নেতাই এই সম্পর্কিত অভিযোগ সামনে আনেন। এরপর একাধিক চাকরিপ্রার্থী এই মামলায় প্রতিবাদ দেখানো শুরু করে এবং এক চাকরিপ্রার্থীর অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়।
সিআইডি সূত্রের খবর, অতীতেও মৈত্রী দানাকে জেরা করতে চেয়ে সমন পাঠায় তারা। তবে সেই মুহূর্তে খানিকটা সময় চেয়ে নেয় সে। এদিন শেষপর্যন্ত বিজেপি বিধায়কের বাড়িতে পৌঁছে যায় গোয়েন্দা সংস্থা এবং দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ।
সম্প্রতি বিজেপি নেতা বঙ্কিম ঘোষের বাড়িতেও পৌঁছে যায় সিআইডি। তবে সেই মুহূর্তে ওই ব্যক্তি বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে। আর এদিন অপর এক বিজেপি বিধায়কের বাড়ি পৌঁছে তাঁর কন্যাকে জিজ্ঞাসাবাদ মাঝে নতুন রাজনৈতিক সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় এবং এই মামলায় তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকে তাকিয়ে সকলে।