‘এটা কী দেখলাম!’ ৬ বছর পর ফিরছে ‘সিআইডি’, নতুন শোয়ের প্রোমো দেখে বিশ্বাস করতে পারছেন না দর্শকরা! কিন্তু কেন?

বাংলাহান্ট ডেস্ক : যাঁরা টেলিভিশন শোয়ের ভক্ত তাঁরা একবাক্যে স্বীকার করবেন সিআইডির (CID) জনপ্রিয়তা। দীর্ঘ ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল এই শো। খ্যাতনামা ডিটেকটিভ সংস্থার ভিত্তি করে তৈরি হয়েছিল এই শোয়ের গল্প। দীর্ঘ কয়েক বছর ধরে টানটান উত্তেজনার উপরে ভর করে রমরমিয়ে চলেছিল সিআইডি (CID)। শো শেষ হতে মুষড়ে পড়েছিলেন দর্শকরা। অপেক্ষা ছিল সিআইডির আবার নতুন রূপে ফিরে আসার।

আবার ফিরছে সিআইডি (CID)

অবশেষে হল দর্শকদের অপেক্ষার অবসান। ছয় বছর পর সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে ফিরেছে সিআইডি (CID)। শনিবার প্রকাশ্যে এল শোয়ের ট্রেলার। আর তা দেখেই চক্ষু চড়কগাছ দর্শকদের। কার্যত মাথায় হাত পড়েছে তাঁদের। এতদিনের অপেক্ষার পর কিনা এই দেখতে হবে! তা ভাবতেও পারেননি কেউ। কী এমন ঘটল ট্রেলারে?

আরো পড়ুন : কাঞ্চনের বাড়ির ‘লক্ষ্মী’, মারাত্মক অঘটনে বন্ধ হয়ে যাওয়া কালীপুজো শ্রীময়ীর ভরসাতেই শুরু করেন অভিনেতা

ভাইরাল হয়েছে ট্রেলার

সিআইডির (CID) ট্রেলারের শুরুতেই দেখা যায়, বৃষ্টির মধ্যে একে অপরের সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিজিৎ এবং দয়া। সঙ্গে শোনা যায় এক কণ্ঠ বলছে, যারা এতদিন দেশের সঙ্গে একসঙ্গে লড়াই করেছেন, আজ কেন শত্রু হয়ে পরস্পরের সামনে দাঁড়িয়ে রয়েছেন? এরপরেই যা হয় তা দেখে বিশ্বাস করতে পারছেন না দর্শকরা।

আরো পড়ুন : জয়া নয়, প্রথম পছন্দ ছিলেন এই নায়িকা, রেখা-অমিতাভ জুটির বিতর্ক উসকাতে বাদ পড়েন অভিনেত্রী

দর্শকদের মনে একগুচ্ছ প্রশ্ন

দয়া অভিজিৎকে বলেন, তাঁকে গুলি করতে। সময় নষ্ট না করে অভিজিৎ তা করেনও। পরপর দুবার। এমন সময় দূর থেকে শোনা যায়, এসিপি প্রদ্যুম্নের কণ্ঠ, ‘দাঁড়াও!’ ট্রেলারের শেষে দেখা যায়, খাদের মধ্যে পড়ে যাচ্ছেন দয়া। অভিজিৎও ফিরে আসছেন চুপচাপ। এমন ট্রেলার কার্যত ধামাকা করেছে দর্শক মহলে। ট্রেলার দেখে অনেকে বাহুবলী স্টাইলে প্রশ্ন তুলেছেন, ‘অভিজিৎ দয়াকে কেন মারল?’ আবার আরেকজন লিখেছেন, ‘সিআইডি ২.০ এর জন্য আর অপেক্ষা করা যাচ্ছে না’।

CID

শোতে এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় দেখা গিয়েছে শিবাজি সতমকে। তিনি বলেন, দীর্ঘ ছয় বছর পর আবার আবার এসিপি হিসেবে প্রত্যাবর্তন এক অদ্ভূত অনুভূতি দিচ্ছে। এই চরিত্রটি এত ভালোবাসা পেয়েছে তার জন্য দর্শকদের ধন্যবাদ দেন তিনি। ২০১৮ সালে শেষ পর্দায় দেখা গিয়েছে সিআইডি (CID)। এবার শোকে নতুন ভাবে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর