বাংলাহান্ট ডেস্ক: নব্বইয়ের দশকের ছেলেমেয়েরা সিআইডির (CID) সঙ্গে বেশ ভালভাবেই পরিচিত হবেন। হ্যাঁ, টেলিভিশন দুনিয়ার সেই আইকনিক শোয়ের কথাই বলা হচ্ছে। ২১ বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হয়েছিল এই শোটি। ২০১৮ র অক্টোবরে শেষ হয় সিআইডি। এসিপি প্রদ্যুম্ন, দয়া, ডক্টর সালুঙ্খে, অভিজিৎকে মনে রেখেছেন সকলেই।
দর্শকদের নস্টালজিয়া উসকে সম্প্রতি ছোট একটা পুনর্মিলন পর্ব রেখেছিলেন সিআইডি তারকারা। এসেছিলেন শ্রদ্ধা মুসলে, দয়ানন্দ শেট্টি, আদিত্য শ্রীবাস্তব, দীনেশ ফাডনিসরা। এদের মধ্যে দয়ানন্দকে দেখা গিয়েছিল দরজা ভাঙায় বিশেষজ্ঞ দয়া হিসাবে। ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর তারিকার চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা মুসলে। অভিজিতের চরিত্রে অভিনয় করেছিলেন আদিত্য শ্রীবাস্তব।
এছাড়াও এসেছিলেন সাব ইনস্পেকটর শ্রেয়া চরিত্রাভিনেত্রী জাহ্নবী ছেদা, ইনস্পেকটর অভিমন্যু চরিত্রাভিনেতা হৃষিকেশ পাণ্ডে এবং অজয় নাগরাথ যিনি সাব ইনস্পেকটর পঙ্কজ চরিত্রে অভিনয় করেছিলেন। শ্রদ্ধা ও অজয় শেয়ার করেছেন পুনর্মিলনের একগুচ্ছ ছবি।
একসঙ্গে বহুদিন পর আবারো একজায়গায় হলেন সকলে। ভিড় করে এল বহু পুরনো স্মৃতি। গল্প, আড্ডা, খাওয়া দাওয়ায় এক দারুন সময় কাটিয়েছেন সকলে, এমনটাই জানিয়েছেন শ্রদ্ধা। তবে শুধু মজা আর আনন্দটাই হয়েছে এদিন। সিআইডি নতুন করে আবার শুরু হবে কিনা সে ব্যাপারে কোনো তথ্যই জানা যায়নি।
https://www.instagram.com/p/CeqEJXhL0S2/?igshid=YmMyMTA2M2Y=
মাঝে শোনা গিয়েছিল, সিআইডির নতুন সিজন শুরু হবে আবার। এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় অভিনয় করেছিলেন শিবাজি সতম। কিন্থু শোয়ের শেষে তাঁর মৃত্যু দেখানো হয়েছিল পর্দায়। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শিবাজি ইঙ্গিত দেন, নতুন রূপে ফিরতে পারে এই জনপ্রিয় শো।
https://www.instagram.com/p/Cepuz0vv0cE/?igshid=YmMyMTA2M2Y=
অভিনেতা বলেন, “সিআইডিকে নতুন ভাবে ফেরানোর ব্যাপারে কথাবার্তা বলছেন প্রযোজকরা। কথাবার্তা চলছে ঠিকই, তবে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। সবটাই এখনো আলোচনার স্তরে রয়েছে।”
শিবাজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁকে কি আবারো এসিপি প্রদ্যুম্নের ভূমিকায় দেখা যাবে? এক মুহূর্তও না ভেবে তিনি উত্তর দেন, যদি কাল থেকে সিআইডি শুরু হয় তবে কাল থেকেই তিনি কাজ শুরু করে দেবেন। একই চরিত্র করতে তাঁর কোনো ক্লান্তি নেই, তিনি বাড়িতে বসে বসে ক্লান্ত হয়ে পড়ছেন।