উপনির্বাচন ঘোষণা হতেই শুভেন্দুকে তলব সিআইডি-র, আষাঢ়ে মেঘ দেখছে বিজেপি

বাংলাহান্ট ডেস্কঃ ২০১৮ সালে দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর পর, সম্প্রতি সময়ে আবারও মামলা দায়ের করেন দেহরক্ষীর স্ত্রী। এবার এই কেসেই সোমবার শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) তলব করল সিআইডি (cid)। সূত্রের খবর, তলব করলেও, সোমবার হাজিরা নাও দিতে পারেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

তৃণমূলের (tmc) মন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে কর্মরত অবস্থায় শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হন। সেই মামলার রেশ টেনে সম্প্রতি সময়ে শুভব্রত চক্রবর্তীর স্ত্রী আবারও তাঁর স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেন। সেই মামলায় আবারও নাম উঠে আসে বর্তমান সময়কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

IMG 20210905 100210

এই কেসের তদন্তে নেমেছে সিআইডি। আর সেই কারণেই সোমবার শুভেন্দু অধিকারীকে তদন্তকারী দলের সামনে ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই কেসের স্বার্থে তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে বলেও জানা গিয়েছিল। তবে জানা গিয়েছে, সিআইডির থেকে হাজিরার তলব পেলেও, সোমবার ভবানী ভবনে নাও উপস্থিত হতে পারেন বিজেপি (bjp) বিধায়ক শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, পূর্বনির্ধারিত একটি বৈঠক থাকার কারণে, সেসময় দিল্লী থাকতে পারেন শুভেন্দু অধিকারী। সেই কারণে তিনি সিআইডি দফতরে না হাজিরা দিলেও, চিঠি পাঠিয়ে তাঁর আইনজীবী সিআইডিকে জবাব দিতে পারেন।

তবে এই বিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘তৃণমূল সরকারের অভ্যাসই হল, বিরোধী দলকে মিথ্যা মামলায় ফাঁসানো। এটা তেমনই একটি ঘটনা’। তবে এই ঘটনায় রাজ্যের বিরোধী দলের মধ্যে কিছুটা চাপানউতোর শুরু হয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর