মাঝে মাঝে সিগারেট ও গাঁজা খেলে ক্যানসার আপনাকে ছোঁবে না!

 

বাংলা হান্ট ডেস্ক : তামাক সেবন করলে ক্যান্সার হতে পারে এ কথা আমরা সকলেই জানি। এমন কি তামাকজাত দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, গুটখা ইত্যাদির প্যাকেটেও স্পষ্ট ভাষায় লেখা থাকে এগুলো খেলে ক্যান্সারের ঝুঁকি থাকে।

সম্প্রতি, অস্ট্রেলিয়ার একদল গবেষক এই ব্যাখ্যাকে উড়িয়ে দিয়ে বলেছে ক্যানসার রুখতে চাইলে বেশি পরিমাণে তামাক সেবন করা উচিত। কারণ তাদের দাবী তামাক ক্যান্সারের জার্ম কে মেরে ফেলে।

 

অস্ট্রেলিয়ান গবেষক মার্ক হুলেট বলেন, ক্যান্সারের সব থেকে বড় শত্রু হলো তামাক। সেই কারণে ক্যান্সার রুখতে বেশি পরিমাণে তামাক সেবন করা প্রয়োজন। তারা আরো বলেন, তামাকের একটি উপাদান এনএডি ১ ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করে দেয় এবং ক্যান্সারের জীবাণু শরীরে ছড়িয়ে পড়া থেকেও রক্ষা করে।

8a077 img 20190530 114847

গবেষকরা বেশি পরিমাণে তামাক সেবন করার পরামর্শ দিয়েছেন ঠিকই তবে তার মানে এই নয় যে আপনি বিপুল পরিমাণে সিগারেট খাবেন কারণ তারা একথাও বলেছেন যে, সিগারেটে একটি মাত্র উপাদান ছাড়া বাকি সবই স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর সেক্ষত্রে ধূমপান না করাই শ্রেয়।


সম্পর্কিত খবর