ভোটের আগে ঐতিহাসিক পদক্ষেপ! দেশজুড়ে সিগারেট নিষিদ্ধ করতে চলেছে সরকার

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছর ভোট, আর তার আগে আরও এক বড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। দেশজুড়ে নিষিদ্ধ হতে চলেছে সিগারেট (Cigarette)। আগামী প্রজন্ম যাতে সিগারেটের নেশায় আসক্ত না হয়ে পড়ে, সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে চলেছে ব্রিটেনের সরকার (Britain)বলে সূত্রের খবর।

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) খুব শীঘ্রই এই সিদ্ধান্ত নিতে চলেছেন বলে জানা যাচ্ছে। ব্রিটেনের সরকারি সূত্রের খবর, শীঘ্রই সিগারেট বিক্রি নিষিদ্ধ করার ভাবনাচিন্তা করছেন সুনক।

এই নিয়ে ব্রিটেন সরকারের মুখপাত্র জানিয়েছেন, ‘এই সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ব্রিটেনকে ধোঁয়ামুক্ত করে তোলা।’ সেই লক্ষ্য পূরণের জন্য নাগরিকদের সিগারেট ছাড়তে নানা ভাবে উৎসাহ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ব্রিটেন সরকার সিগারেটের নেশা ছাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপও করেছে। অন্তঃসত্ত্বা মহিলারা যাতে সিগারেট ত্যাগ করেন, তার জন্য তাঁদের নানা রকম প্রকল্পে যুক্ত হওয়ার প্রস্তাবও দেওয়া হচ্ছে। ই-সিগারেট ব্যবহারের জন্যও ব্রিটেনের সরকারের তরফে উৎসাহ জোগানো হচ্ছে। এই ই-সিগারেট সম্পূর্ণ নিরাপদ না হলেও সাধারণ সিগারেটের থেকে এর ক্ষতিকারক প্রভাব অনেকটাই কম। ই-সিগারেট বিনামূল্যে (e-cigarette) বিলিও করা হচ্ছে সরকারের তরফে।

প্রসঙ্গত, ভোটমুখী ব্রিটেনে বিভিন্ন জনদরদি প্রকল্পের কথা ঘোষণা করছে ওই দেশের সরকার। আর এর মধ্যেই এই সিগারেট নিষিদ্ধ করা হলে তা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে। আগামী প্রজন্মের কথা মনে রেখে এমন সিদ্ধান্ত মাস্টারস্ট্রোক হতে পারে বলেই মত রাজনৈতিক মহলের।

No to cigarette

উল্লেখ্য, গত বছর নিউজিল্যান্ড (New Zealand) সরকারের তরফেও সিগারেট বিরোধী পদক্ষেপ নেওয়া হয়েছিল। ওই দেশে সিগারেট বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, ২০০৯ সালের ১ জানুয়ারির পর যারা জন্মেছে, তাদের কাছে কোনও সিগারেট বিক্রি করা যাবে না। এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকও এই পথে হাঁটতে চলেছেন বলে খবর।


Monojit

সম্পর্কিত খবর