৩০ বছর পর কাশ্মীরে খুলল সিনেমা হল, প্রথম ছবি হিসাবে সুযোগ আমিরের ফ্লপ ‘লাল সিং চাড্ডা’র

বাংলাহান্ট ডেস্ক: পরিস্থিতি স্বাভিবিক হওয়ার পথে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। প্রায় তিন দশক পর ফের কাশ্মীরে খুলে গেল প্রেক্ষাগৃহ। সন্ত্রাসবাদের ভয় কাটিয়ে বিনোদন জগতের স্বাদ পেতে তৈরি কাশ্মীরিরা। ভূস্বর্গ বাস্তবিকই আবারো ভূস্বর্গে পরিণত হতে চলেছে।

সেই ১৯৮০ র দশকে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গিয়েছিল জম্মু ও কাশ্মীর জুড়ে। বিনোদন জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উপত‍্যকা। ছবির শুটিং হলেও প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার সুযোগ পেতেন না জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা। অবশেষে ফের মিলবে সেই সুযোগ। রবিবার দুটি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন‍্যান্ট গভর্নর মনোজ সিনহা।

J n k
আগামী মঙ্গলবার থেকে হল খুলে দেওয়া হবে কাশ্মীরবাসীর জন‍্য। আমির খান করিনা কাপুর খানের ফ্লপ ‘লাল সিং চাড্ডা’ দেখানো হবে প্রথম ছবি হিসাবে। এমনটাই জানা যাচ্ছে। উল্লেখ‍্য, এই প্রথম কোনো মাল্টিপ্লেক্স তৈরি হল জম্মু ও কাশ্মীরে। এর আগে যেকটি সিনেমা হল ছিল সবকটিই সিঙ্গল স্ক্রিন। আর সেসবই ছিল সত্তরের দশকে।

সংবাদ মাধ‍্যমের রিপোর্ট অনুযায়ী, নব্বইয়ের দশক থেকেই সন্ত্রাসবাদী কার্যকলাপের জন‍্য পরপর সিনেমাহলগুলি বন্ধ হতে শুরু করেছিল। তারপর থেকে আর কোনো সিনেমা হলই এই ৩০ বছর ধরে খোলেনি কাশ্মীরবাসীর জন‍্য। আর যখন খুলল তখন একেবারে মাল্টিপ্লেক্স।

পুলওয়ামা ও সোপিয়ানে দুটি হল খুলেছে। হলে তিনটি অডিটোরিয়াম এবং ৫০০ জন দর্শকের বসার ব‍্যবস্থা রয়েছে। জম্মু ও কাশ্মীরের কাছে এটা একটা ঐতিহাসিক দিন বলে গণ‍্য হচ্ছে। মাল্টিপ্লেক্সগুলিতে থাকছে ফুড কোর্টও। কাশ্মীরি ঐতিহ‍্য মেনেই সেগুলো তৈরি হয়েছে বলে জানানো হয়েছে প্রোজেক্ট নির্মাতাদের তরফে। পাশাপাশি মাল্টিপ্লেক্সগুলিতে স্থানীয় বাসিন্দাদের কর্মী হিসাবে নিয়োগের কথাও ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর