সুশান্ত সিং রাজপুতের জীবনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে সিনেমা, অভিনয়ে সুশান্তের ‘যমজ’ সচিন তিওয়ারি

বাংলাহান্ট ডেস্ক: আগেই জানা গিয়েছিল প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) জীবনের উপর ভিত্তি করে বলিউডে (bollywood) তৈরি হতে চলেছে সিনেমা। এবার প্রকাশ‍্যে এল সেই ছবিরই প্রথম পোস্টার। টিকটক তারকা সচিন তিওয়ারি (sachin tiwari) অভিনয় করছেন সুশান্তের চরিত্রে। অভিনেতার মৃত‍্যুর পরপরই সংবাদ শিরোনামে উঠে আসেন সচিন। সুশান্তের সঙ্গে বেশ মিল রয়েছে তাঁর। এবার অভিনেতার চরিত্রে দেখা যাবে সচিনকেই। জানা গিয়েছে চিত্রনাট‍্য লেখার অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে।
সুশান্তের জীবন থেকে অনুপ্রাণিত ‘সুইসাইড অর মার্ডার: এ স্টার ওয়াজ লস্ট’ ছবিটি পরিচালনা করছেন বিজয় শেখর। সোশ‍্যাল মিডিয়ায় ছবির ঘোষনা করে প্রথম পোস্টার প্রকাশ‍্যে আনেন তিনি। পরিচালক লেখেন, ‘ছোট শহরের এক ছেলে ইন্ডাস্ট্রির তারকা হয়ে ওঠে। এটা তার জার্নি।’

IMG 20200614 WA0003

এর আগে এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে পরিচালক বিজয় শেখর বলেন, “সুশান্ত সিং রাজপুতের আত্মহত‍্যা আমাদের সবার কাছে আশ্চর্যজনক ছিল। কিন্তু এটা নতুন নয়। অনেকেই ইন্ডাস্ট্রিতে বড় স্বপ্ন নিয়ে আসে কিন্তু শেষমেষ কোনও কাজ পায় না। অনেকে এই পথটা বেছে নেয় আবার অনেকে বাকি জীবনটা স্ট্রাগল করেই কাটায়। ছোট শহরের অভিনেতা যাদের ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার নেই তাদের স্ট্রাগলটা দেখাতে চাই আমরা।”

https://www.instagram.com/p/CCyydW4p6ab/?igshid=dx16cx0ukvex

https://www.instagram.com/p/CCYzwCTJjs_/?igshid=9j8vbroeb07c

বেশ কিছুদিন ধরেই সচিন তিওয়ারির ছবি, ভিডিও ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। সুশান্তের সঙ্গে বেশ সাদৃশ‍্য রয়েছে তাঁর। তবে নেটিজেনদের বক্তব‍্য, সুশান্তের মতো দেখতে হলেও অভিনয়ে সচিন কতটা পারদর্শী তা ছবিটা দেখার পরই বোঝা যাবে।

https://www.instagram.com/p/CC11u9dJCc7/?igshid=10rbdws34i3st

প্রসঙ্গত, সুশান্ত মামলায় এখনও পর্যন্ত ৩০ জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিস। মৃত‍্যু তদন্তের মোড় ঘুরেই চলেছে ক্রমে। প্রায় প্রতিদিনই সামনে আসছে এক একটি নতুন তথ‍্য যা প্রকাশ করছেন অভিনেতার প্রিয়জনেরা বা সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও। আর তার ভিত্তিতেই বারে বারে পালটাচ্ছে তদন্তের অভিমুখ।
অপরদিকে সোশ‍্যাল মিডিয়ায় সুশান্ত অনুরাগীরা অভিনেতার মৃত‍্যুতে সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। কয়েকজন তারকা এবং রাজনৈতিক ব‍্যক্তিত্বও তাদের এই দাবিতে সুর মিলিয়েছেন। তদন্ত এখনও চালু থাকলেও এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যাতে অভিযুক্তের হদিশ পাওয়া যায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর