পুরুষাঙ্গ পরীক্ষা করে তবেই CAA-তে নাগরিকত্ব দেওয়া হোক! প্রাক্তন রাজ্যপালের মন্তব্যে বিতর্কের ঝড়

বাংলা হান্ট ডেস্কঃ ২৪ লোকসভা নির্বাচনের আগে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ (CAA) নিয়ে তোলপাড় দেশ। এই আইনে প্রতিবেশী ৩ দেশের অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার। যার বিরোধীতায় সরব একাধিক রাজ্যের সরকার। এই আবহে সিএএ নিয়ে বেফাঁস মন্তব্য করে ঝড় তুলে দিলেন বিজেপি নেতা তথা ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)।

সোমবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে সংশোধিত নাগরিকত্ব আইনে নিয়ে বিরাট পরামর্শ দিয়েছেন তথাগত। বিজেপি নেতার দাবি, ভারতের নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হোক। প্রসঙ্গত, CAA-র মাধ্যমে অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র।

এই আবহে যদি কেউ মিথ্যা ধর্মীয় পরিচয় দিয়ে ভারতের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করেন সেই চিন্তা রয়েছে তথাগতর মনে। তাই নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি জানালেন বিজেপি নেতা। হঠাৎ কেন এমন পরামর্শ দিলেন তার কোনো কারণ অবশ্য তথাগত উল্লেখ করেন নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, ভারতে বসবাসকারী মুসলিম অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব পাওয়া আটকাতেই তিনি এহেন পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, ইসলাম ধর্মে মুসলিম পুরুষদের পুরুষাঙ্গে সুন্নৎ করা থাকে। ইসলামিক চিকিৎসা রীতি মেনে ছোটবেলাতেই বেশিরভাগের পুরুষাঙ্গের উপরের চামড়া কেটে বাদ হওয়া হয়। তাদের যৌনাঙ্গকে সংক্রমণ মুক্ত রাখা সহজ করতেই এমনটা করা হয় বলে ইসলাম ধর্মে মত। আর এই কারণেই পুরুষাঙ্গ পরীক্ষার দাবি তুলেছেন বিজেপি নেতা।

tathagata roy

আরও পড়ুন: মে মাসেই মিলবে বকেয়া DA, কত দিনের? হঠাৎই বিরাট ঘোষণা করে দিল রাজ্য সরকার

মুসলিম পুরুষদের চিহ্নিত করার বিষয়ে পরামর্শ দিলেও মহিলাদের তিনি এই তালিকা থেকে বাদ রেখেছেন। তথাগতর এহেন মন্তব্যের পরই কড়া সমালোচনা করেছে তৃণমূল। বিজেপি নেতার বক্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূলের কুণাল ঘোষ বলেন, তথাগতর বক্তব্য রুচিহীন। অশালীনতার সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর