বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ভাইজান তিনি, দাবাং স্টাইলে চলাফেরা করেন। তিনি কাউকে তেমন পাত্তা দেন না বরং বাকিরা তাঁকে সমঝে চলেন। বুঝতেই পারছেন কথা হচ্ছে সলমন খানকে (salman khan) নিয়ে। বদরাগী মেজাজের জন্য ইন্ডাস্ট্রিতে বেশ নাম (নাকি বদনাম?) রয়েছে তাঁর। তবে এই প্রথম এমন এক দৃশ্য দেখা গেল যা দেখে উৎফুল্ল নেটিজেনরা। নিন্দুকদের মতে, উচিত জবাব পেয়েছেন সলমন।
ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক। সদ্য ক্যাটরিনা কাইফকে নিয়ে টাইগার থ্রির শুটিং শুরু করতে রাশিয়া উড়ে গেলেন সলমন। দলবল নিয়ে বিমানবন্দরে এসে পৌঁছাতেই তাঁকে ক্যামেরা নিয়ে ঘিরে ধরে পাপারাৎজি। ব্যস, অভিনেতাও ব্যস্ত হয়ে পড়েন তাঁদের জন্য পোজ দিতে। এসবের মাঝে বিমানবন্দরে প্রবেশের আগে নিরাপত্তার জন্য জরুরি কাজকর্ম টুকুও দায়সারা সেরে চলে যাচ্ছিলেন তিনি।
তার আগেই বাধা পেলেন সলমন। তাঁকে থামালেন নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ান। সলমনকে বাধা দিয়ে বললেন, আগে নিয়ম ঠিকঠাক মানতে। বাকি সব পরে হবে। সতর্ক করলেন পাপারাৎজিকেও। ভিডিওটি এখন ঘুরপাক খাচ্ছে নেটপাড়ার অভ্যন্তরে। কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা।
সকলেরই নজর কেড়েছে ওই CISF জওয়ান। যেভাবে তিনি সলমনকে ঢোকার পথে আটকালেন তা দেখে হইচই পড়েছে নেটদুনিয়ায়। সকলেই প্রশংসা করছেন তাঁর। কয়েকজনের মতে, এতদিনে উচিত শিক্ষা পেয়েছেন সলমন। এবার যদি তাঁর দায়িত্ব জ্ঞান একটু বাড়ে।
https://www.instagram.com/reel/CSxqALdq9Xt/?utm_medium=copy_link
প্রসঙ্গত, সলমনের আগামী ছবি টাইগার থ্রি এর শুটিং শুরু হয়েছিল মুম্বইতে। সলমনের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ছবিতে ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। এর আগে শোনা গিয়েছিল ইস্তানবুলে বাতিল হয়ে গিয়েছে ছবির একাংশের শুটিং। তবে এখন রাশিয়াতে হবে শুটিং।