বাংলা হান্ট ডেস্ক :সংসদে আগে নাগরিকত্ব সংশোধনী আইন আনতে হবে, অসমের জাতীয় নাগরিক পঞ্জি কার চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বিজেপির তরফে এমনটাই দাবি করা হয়েছিল। এমনকি এ বছর শীতকালীন অধিবেশনেই সংসদে এই বিলটি পেশ করার কোথাও চলছিল। সেই মতো শোনা যাচ্ছে চলতি সংসদের শীতকালীন অধিবেশন র মধ্যেই 10 ডিসেম্বরের মধ্যেই নাগরিক করতে সংশোধন আইন পাশ হতে পারে।
অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যসভায় 10 ডিসেম্বর বিলটি পাস হতে পারে বলে আশা প্রকাশ করেছেন। কিশোরকে তিনি আরও জানিয়েছেন শুক্রবার বিল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার আলোচনা হয়েছে। যদিও অসমের ছাত্র পরিষদ এবং ছাত্র সংগঠনের সঙ্গে 3 ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
যেহেতু অসমের জাতীয় নাগরিক পঞ্জির তালিকা থেকে ইতিমধ্যে উনিশ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তাই নাগরিকত্ব সংশোধনী বিল পাস হলেই আরও বিপদ হতে পারে এমনটাই মনে করছে কেউ কেউ, যদিও উত্তর পূর্বের নাগরিকদের ও চিন্তার কারণ নেই এমনটাই জানিয়েছেন অসমের রাজ্যসভার সদস্য বিশ্বজিত দায় মারি।
কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনকে এত লঘু করে দেখতে নারাজ তথ্য জানার অধিকার কর্মী ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ। তিনি জানিয়েছেন নতুন নাগরিকত্ব সংশোধনী আইন উত্তর পূর্ব ভারতের বাসিন্দাদের জন্য ভয়ানক হতে পারে। এমনকি এই বিলের বিরোধিতা করেছে কংগ্রেস।
আসলে যে ভাবে জাতীয় নাগরিক পঞ্জি চূড়ান্ত তালিকা প্রকাশের পর অনেক হিন্দু নাগরিক নিজেদের যাবতীয় তথ্য প্রমাণ থাকায় সত্ত্বেও বাদ পড়ে গিয়েছেন তাতে নাগরিকত্ব সংশোধনী আইন মারাত্মক ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই।