বাংলাহান্ট ডেস্ক : পিডব্লিউসি ইন্ডিয়ার ‘হাউ ইন্ডিয়া স্পেন্ডস: এ ডিপ ডাইভ ইন কনজিউমার স্পেন্ডিং বিহেভিয়ার’ নামক একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই রীতিমতো চোখ ছানাবড়া হয়ে গেছে অনেকেরেই। এই রিপোর্টের তথ্য বলছে, ভারতের (India) নাগরিকদের অনেকেই তাদের বেতনের ৩৩ শতাংশ খরচ করছেন একটি বিশেষ খাতে।
ভারতের (India) নাগরিকদের খরচ সংক্রান্ত তথ্য
গত ১৯শে ফেব্রুয়ারি ভারতের (India) বৃহত্তম বি২বি এসএএস ফিনটেক সংস্থা পারফিওসের সাথে পিডব্লিউসি ইন্ডিয়া যে রিপোর্ট সামনে এনেছে সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে ভারতীয়রা তাদের বেতনের কত শতাংশ কোন খাতে ব্যয় করছেন। ভারতীয়দের খরচের প্রকৃতি, উপভোক্তাদের আচরণ ইত্যাদি বিষয় নিয়ে সমীক্ষক সংস্থা ৩০ লক্ষেরও অধিক গ্রাহকের উপর চালায় এই সমীক্ষা।
আরোও পড়ুন : ছাব্বিশের ভোটের আগেই তৃণমূলে ব্যাপক রদবদল? খোদ মমতার কথাতেই জল্পনা শুরু
মাসিক ২০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত বেতনভুক্ত মহানগর এবং টায়ার থ্রি শহরে বসবাসকারী ব্যক্তিদের সামিল করা হয়েছিল এই সমীক্ষায়। সমীক্ষার যে রিপোর্ট প্রকাশ পেয়েছে তাতে দেখা গিয়েছে, ভারতে (India) বসবাসকারী অধিকাংশ মানুষই ইএমআই দিতে খরচ করে ফেলছেন বেতনের ৩৩ শতাংশ অর্থ।
আরোও পড়ুন : ‘সরকারের অবস্থান কী?’ এবার সরাসরি জানতে চাইল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?
এই হিসাব থেকে বিশ্লেষকরা বলছেন, ঋণ পরিশোধ করাই প্রাথমিক খরচ হয়ে উঠেছে ভারতীয়দের। ঋণ পরিশোধের পর ভারতীয় নাগরিকরা সবথেকে বেশি খরচ করে থাকেন অত্যাবশ্যকীয় জিনিস কিনতে। বাড়িভাড়া, বিদ্যুতের বিলের মতো অত্যাবশ্যকীয় খাতে অধিকাংশ ভারতীয় খরচ করছেন তাদের আয়ের ৩৯ শতাংশ।
খাদ্যদ্রব্য, পেট্রোল ইত্যাদি খাতে ৩২ শতাংশ অর্থ খরচ করেন ভারতীয় উপভোক্তারা। এরপর লাইফস্টাইল, শখ, বিলাসিতার জন্য বেতনের ২৯ শতাংশ ব্যয় করে থাকেন সিংহভাগ ভারতীয়। সমীক্ষকরা দেখেছেন, ভারতীয়রা তাদের আয়ের ৬২ শতাংশ অংশ খরচ করছেন জামাকাপড়, ফ্যাশন, স্টাইল ক্ষেত্রে। পাশাপাশি গত কয়েক বছরে ভারতে (India) বেড়েছে অনলাইন ফুড ডেলিভারির জনপ্রিয়তা।
তবে চমকে দিয়ে এই সমীক্ষক সংস্থা আরও জানিয়েছে, যে সমস্ত ভারতীয়র মাসিক আয় (Income) ২০ হাজার টাকার কম তারা তাদের বেতনের ২২ শতাংশ খরচ করছেন অনলাইন গেমিংয়ের জন্য। তবে যে সব ব্যক্তিদের বেতন ৭৫ হাজার টাকার বেশি তারা অনলাইন গেমিংয়ের পিছনে খরচ করছেন আয়ের ১২ শতাংশ অর্থ।