ঐতিহাসিক পদক্ষেপ! দেশজুড়ে কার্যকর হল CAA, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার

বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা ভোট, আর তার আগেই দেশজুড়ে কার্যকর হয়ে গেল সিএএ। আগামী এক সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যেতে পারে। আর তার আগেই চালু হল সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। জানা যাচ্ছিল, আজ রাতের মধ্যেই সিএএ (Citizenship Amendment Act CAA) নিয়ে বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে তার আগেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে গেল।

প্রসঙ্গত, কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিন ঘোষণা করেন যে, নির্বাচনের আগেই সিএএ কার্যকর হবে। বাংলার একাধিক বিজেপি নেতা-মন্ত্রীদেরও সিএএ কার্যকর হওয়া নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছে সম্প্রতি। আর এরই মধ্যে নরেন্দ্র মোদী সরকারের ঐতিহাসিক পদক্ষেপ।

জানিয়ে রাখি ২০১৯ সালে পাশ হওয়া এই আইনে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আগত অমুসলিম জনগোষ্ঠীকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে এই তিন দেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া যে শরণার্থীরা নাগরিকত্বের আবেদন করতে চান, এই আইনের মাধ্যমে তারা তা করতে পারবেন৷

এর আগে এই সিএএ কার্যকর করার পথে বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন রাজ্য সরকারের বিরোধিতা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য সরকারের বিরোধীতায় এই আইন কার্যকর করা সম্ভব হয়নি। এত দিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি মোদী সরকার। তবে এবার লোকসভা ভোটেই সিএএ চালু কেন্দ্রের।

caa f

আরও পড়ুন: ফের মুখ পুড়ল রাজ্যের! শাহজাহান মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, হাসছে CBI

আগামী এক সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে বলে জানা যাচ্ছে। তার আগেই গোটা দেশ জুড়ে চালু সংশোধিত নাগরিকত্ব আইন আসন্ন লোকসভা ভোটে যে তা অন্যতম বড় ফ্যাক্টর হয়ে উঠবে, তা নিয়ে কোন সন্দেহ নেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর