বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গেই নববর্ষের অপেক্ষায় দিন গুনতে শুরু করে দিয়েছে রাজ্যবাসী। হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা শেষে শুরু হয়ে যাবে নতুন বছর। এই আবহেই এল বড় সুখবর। শহর কলকাতার (Kolkata) মুকুটে জুড়ল নয়া পালক। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি এই ঘোষণা করেছেন।
নববর্ষের আগেই নয়া শিরোপা কলকাতার (Kolkata)!
তিলোত্তমাকে সবদিক থেকে ‘সেরা’ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বহুবার বিশ্বদরবারে উজ্জ্বল হয়েছে বাংলার মুখ। রাজ্যের দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। সেই সঙ্গেই বিশ্ব দরবারে পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশকে গর্বিত করেছে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প। এবার ভারতের মধ্যে সেরা বিজ্ঞানমনস্ক শহরের তকমা পেল কলকাতা। সমগ্র বিশ্বে তিলোত্তমার রয়েছে ৮৪ নম্বরে।
— Bratya Basu (@basu_bratya) December 3, 2024
মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে এই সুখবর দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সেখানে লিখেছেন, ‘উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে উন্নতিতে আমাদের মুখ্যমন্ত্রী ক্রমাগত প্রচেষ্টা করে গিয়েছেন। এর ফলে নিজের মুকুটে আরও একটি পালক জুড়লেন তিনি। বাংলায় বিজ্ঞান চর্চা এবং গবেষণার দীর্ঘ ঐতিহ্য ফের একবার স্বীকৃতি পেল। বিশ্বের অন্যতম সেরা সায়েন্টেফিক জার্নাল ‘নেচার’, কলকাতাকে শীর্ষস্থানীয় শহর হিসেবে ঘোষণা করল’।
আরও পড়ুনঃ লিপস অ্যান্ড বাউন্ডস থেকে…! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ! বোমা ফাটাল ED
ব্রাত্য বসু এই পোস্ট করা মাত্রই তাতে শুভেচ্ছায় ভরিয়ে দেন নেটাগরিকরা। কলকাতার এই সাফল্যে বুক ভরে গিয়েছে বঙ্গবাসীর। কেউ লিখেছেন, ‘আমাদের জন্য দারুণ সুখবর স্যার। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী এবং আপনার জন্য আমরা গর্বিত। জয় বাংলা’। কারোর আবার কমেন্ট, ‘জয় বাংলা, কলকাতা, জয় দিদি’।
বড়দিন, নববর্ষের আবহে কলকাতার (Kolkata) এই নয়া স্বীকৃতি রাজ্যে খুশির হাওয়া বয়ে নিয়ে এসেছে। গর্বে বুক ফুলেছে বহু রাজ্যবাসীর। বিজ্ঞানমনস্কতার নিরিখে সমগ্র দেশের মধ্যে শীর্ষে থাকাটা যে চারটিখানি কথা নয়, তা মেনে নিয়েছেন প্রত্যেকে।