পাটক্ষেত থেকে উদ্ধার সিভিক পুলিশের মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ রহস্যজনক ভাবে পাট ক্ষেতের ভিতর থেকে এক সিভিক পুলিশের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নদীয়ার ময়ুরহাটে।মৃত সিভিক পুলিশ এর নাম শ্রীকুমার শর্মা ওরফে পাপাই।সূত্রের খবর নদীয়ার হাসখালী থানার ময়ুরহাটের বাসিন্দা শ্রীকুমার শর্মা ওরফে পাপাই হাসখালী থানায় সিভিক পুলিশ হিসেবে কর্মরত ছিলেন ।অভিযোগ,গত শনিবার রাত থেকে নিখোঁজ হয় ওই সিভিক পুলিশ।

 

সোমবার সকালে ময়ূরহাট এলাকার একটি পাট ক্ষেতের মধ্যে তার রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয় গ্রামবাসিরা। খবর দেওয়া হয় হাসখালি থানায় পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।মৃত শ্রীকুমার শর্মার দেহে থাকা একাধিক আঘাতের চিনহ ও গুলি লাগার চিন্হ দেখে পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই সিভিক পুলিশকে।তবে কি কারণে এই খুন তা নিয়ে এখনই পরিষ্কার করে কিছু বলতে চায়নি পুলিশ।

52202 img 20190513 wa0017

তবে ব্যাক্তিগত আক্রোশ না পেশাগত কারণে কোনো শত্রুতার জেরে এই খুন তা জানতে তদন্ত শুরু করেছে হাসখালী থানার পুলিশ।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।পুলিশ দুস্কৃতীদের খোজে তল্লাসি শুরু করেছে।

সম্পর্কিত খবর