ভোটের কাজে ব্যবহার করা যাবে না সিভিক পুলিশ, গ্রিন পুলিশদেরঃ নির্বাচন কমিশন

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সিভিক পুলিশ (civic police), গ্রিন পুলিশদের (green police) নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না- নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হল রাজ্য প্রশাসনকে। গ্রিন পুলিশ ও স্টুডেন্ট পুলিসশের ক্ষেত্রেও এমনই নির্দেশ বহাল থাকছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

বাংলায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার পরই আধিকারিকরা এমনটা জানিয়েছিলেন মৈখিকভাবে। তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মডেল কোড অব কনডাক্ট চালু হয়ে যাওয়ায় গতকাল থেকেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলার যে এলাকায় যেদিন নির্বাচনের দিন নির্ধারন হয়েছে, তার ৩ দিন আগে থাকতে ওই এলাকায় কোন সিভিক পুলিশ, গ্রিন পুলিশ কেউই ইউনিফর্ম পরে ঘুরতে পারবেন না। শুধু তাই নয়, ভোটগ্রহণ শেষ হওয়ার ১ দিন পর পর্যন্ত তাদের এই নিয়ম মানতে হবে।

অর্থাৎ, এবারের বিধানসভা নির্বাচনে কোনভাবেই সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের ব্যবহার করা যাবে না। বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে এমনটাই ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন।

সম্পর্কিত খবর

X