মজুত বোমার পাশে দাঁড়িয়ে বিড়িতে সুখটান সিভিকের! ক্যামেরা দেখে বললেন, ‘আমি ডিউটিতে নেই’

বাংলা হান্ট ডেস্ক : সিভিক পুলিস (Civic Police) নিয়ে বারবার তৈরি হচ্ছে বিতর্ক। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে সিভিকদের দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করানো যাবে না। কিন্তু আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন ক্ষেত্রেই দায়িত্ব তুলে দেওয়া হয় সিভিক পুলিসের কাঁধে।

কখনও দেখা যায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা নেওয়ার কাজ করছে সিভিকরা, তো কখনও গুরুত্বপূর্ণ নথির সুরক্ষার দায়িত্বেও রয়েছেন তাঁরা। এই বিষয়ে প্রশ্ন উঠলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন প্রশাসনিক আধিকারিকরা। এবার সামনে এল আর এক চাঞ্চল্যকর দৃশ্য। যা প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতাকেই নির্দেশ করে।

ফের প্রকাশ্যে ভলেন্টিয়ারের দৌরাত্ম্য৷ যেখানে বারংবার আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ার দিয়ে নির্বাচনের কোন কাজ করানো যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলছে সমস্ত কাজ। বৃহস্পতিবার মধ্যরাত্রে ভরতপুরের ভাটেরা গ্রামে মাঠের মাঝে একটি পরিত্যক্ত বাড়িতে উদ্ধার হয় বোমা। সারা রাত্রি ধরে সেই বোমা প্রহরায় ছিলেন দু’জন সিভিক ভলেন্টিয়ার, সে নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

বোমস্কোয়াড টিমকে খবর দেওয়ার পর অপেক্ষায় ছিলেন ডিউটি অফিসার এবং সিভিক ভলেন্টিয়াররা। হঠাৎই দেখা যায় যে পরিত্যক্ত বাড়িতে বোমা রাখা হয়েছে তার একটু পাশেই একজন সিভিক ভলেন্টিয়ার ধূমপান করছেন। তাকে প্রশ্ন করা হয় কেন সে এত স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে ধূমপান করছেন? কিন্তু তাতে থোড়াই কেয়ার! তাঁর উচ্চপদস্থ ডিউটি আধিকারিক রয়েছেন, তিনি কোনোরকম তোয়াক্কা না করেই কিছুটা দূরে গিয়ে ফের ধূমপান করতে শুরু করেন।

তারপর যখন তিনি দেখেন তাঁর দিকে তাক করে রয়েছে ক্যামেরা, তখন তিনি ছুটে চলে যান একটি গাড়ির পাশে। সেই গাড়িটি ছিল একটি দুধের গাড়ি। সিভিকের পোষাকটা খুলে ছুঁড়ে গাড়ির মধ্যে ফেলে দেয়। তারপর ধূমপান সেরে গাড়িতে উঠে বসে। সিভিকের পোষাক খুলে দিয়েছে মানে সে বলতে চায় সে একজন সাধারণ মানুষ। সে কোন ডিউটি করছিল না। এই বলে সেই দুধের গাড়িটি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়।

সিভিক ভলেন্টিয়ারের এমন দৌরাত্ম্য তো আগামী দিনে কি পরিস্থিতি তৈরি করবে তা ভেবেই আতংকিত ওয়াকিবহাল মহল। বিভিন্ন ক্ষেত্রেই দেখা গেছে যেখানে অশান্তির অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে লাঠী চার্জ করেছে সিভিক ভলেন্টিয়াররাও। যা কিন্তু তাঁদের এক্তিয়ারের বাইরে। এর পর এদিন, একপ্রকার অবমাননা করতেই দেখা গেল নিজের পোশাককে। খবর সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।


Sudipto

সম্পর্কিত খবর