বাংলাহান্ট ডেস্ক : স্কুল সার্ভিস কমিশন মামলা থেকে নানা ধরনের দুর্নীতিতে ইতিমধ্যেই বেকায়দায় রাজ্যের ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেস সরকার। এবার অর্থের বিনিময় ভুয়ো সিভিক ভলেন্টিয়ার এর চাকরি দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রথম দিন ব্যাংকে ডিউটি করতে এসে পুলিশের হাতে ধরা পড়লেন এক নকল মহিলা সিভিক ভলেন্টিয়ার। ধরা পড়ার পর তিনি জানান, এলাকার তৃণমূল নেতা তাকে মোটা টাকার বিনিময় এই ইউনিফর্ম ও কাজের শংসাপত্র দেন। তৃণমূল নেতার কথাতেই তিনি ডিউটি করতে যান। এই ঘটনার পর যদিও বেপাত্তা ওই তৃণমূল নেতা।
ধৃত মাঞ্জেরা খাতুন (২৫) হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মতিলাল এলাকার বাসিন্দা। ভালুকা ফাঁড়ির পুলিশ আজ একটি রাষ্ট্র ব্যাংক থেকে এই মহিলাকে নকল সিভিক ভলেন্টিয়ার এর অভিযোগে গ্রেফতার করে। মাঞ্জেরার অভিযোগ, ওই এলাকারই এক প্রভাবশালী তৃণমূল নেতা দেড় লক্ষ টাকার বিনিময় তাকে এই সিভিক ভলেন্টিয়ারের পোশাক দেয়।
মাঞ্জেরা আরোও জানান, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তাঁর স্বামী শাহজাহান ওরফে লাল মহম্মদ। তাঁর চাকরির জন্য সেখান থেকে ধার-দেনা করে টাকা পাঠিয়েছিলেন। মাঞ্জেরার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তৃণমূল নেতার খোঁজে এলাকায় যান। কিন্তু তাঁর দেখা মেলেনি। ভালুকা ফাঁড়ি ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর চরম অস্বস্তিতে মালদা জেলার তৃণমূল কংগ্রেস।হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি মনিরুল ইসলাম জানিয়েছেন,”আইন আইনের পথেই চলবে। কেউ দোষ করে থাকলে তাকে দল প্রশ্রয় দেবে না।” অন্যদিকে ভালুকা ফাঁড়ির ইন-চার্জ ঝোটন প্রসাদ বলেছেন,”ভুয়ো সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি চালানো হচ্ছে।”