BJP কর্মীকে মারধরের পর বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুন! সিভিক ভলান্টিয়ারের কাণ্ডে আঁতকে উঠবেন

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। গণতন্ত্রের উৎসব! আর সেই উৎসবে নানা জায়গায় হাজারো কাণ্ড। কোথাও দেখা গেল ভোট লুঠ, দেদার ছাপ্পা, তো কোথাও সন্ত্রাস, বোমাবাজি, গোলা-গুলি, হিংসা! আর তার জেরে শুধুমাত্র কালকের দিনে চলে গেল ১৭ টি তরতাজা প্রাণ। গত একমাসে মৃতের সংখ্যা ৩২। প্রাণ গেল রাজনৈতিক দলের সমর্থকদের, প্রাণ গেল সাধারণ মানুষের। অভিযোগ, পাল্টা-অভিযোগ! আর এবার এক বিজেপি কর্মীকে (BJP Worker) মারধর করার পর বিষাক্ত ইঞ্জেকশন (Poisonous Injection) দিয়ে খুনের অভিযোগ উঠল সাদেক আলম নামক এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) বিরুদ্ধে।

কী জানা যাচ্ছে? সূত্রের খবর, ভোটের দিন ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর দিনাজপুরের চৈনগর গ্রাম পঞ্চায়েতের সন্তরা গ্ৰামে। মৃত যুবকের নাম প্রসেনজিৎ বর্মন (২৫)। জানা গিয়েছে, তিঁনি নার্সিং-র ছাত্র। আর পাঁচজন ভোটদাতার মতো শনিবার দুপুরে নিজের ভোট কেন্দ্রে যান। তবে সেখানেই কর্মরত সিভিক ভলান্টিয়ারের সাথে বাগ্‌বিতন্ডায় জড়িয়ে পড়েন প্রসেনজিৎ।

অভিযোগ, এরপর বাড়ি ফিরে এলে বিকেলে প্রসেনজিৎকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত সিভিক সহ কিছুজন। ভোটকেন্দ্রের পাশে একটি স্থানে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় যুবককে। এরপরই হাতে ফুটিয়ে দেওয়া হয় দুটি বিষাক্ত ইঞ্জেকশন। চিৎকারে শুনে গ্রামবাসীরা ছুটে আসে।

তৎক্ষণাৎ প্রসেনজিৎকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে। তবে চিকিৎকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সাদেক আলমকে ধরে মারধর শুরু করে গ্রামবাসীরা। পরে তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।

bjp flag

এই বিষয়ে মৃত যুবকের স্ত্রীর অভিযোগ, তার সামনেই সিভিক ভলান্টিয়ার স্বামীকে নিয়ে গিয়ে পিটিয়ে ইঞ্জেকশন দিয়ে খুন করেছে। তার আরও দাবি, স্বামী বিজেপিকে ভোট দেওয়ার জন্যই ওঁকে খুন করা হয়েছে। অভিযুক্ত ওই সিভিকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর