কিডন্যাপ করল সিভিক ভলান্টিয়ার! চাওয়া হল ৫০ লক্ষ টাকা মুক্তিপণ, তারপর যা ঘটল…

বাংলা হান্ট ডেস্ক: রক্ষক যখন ভক্ষক! ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। অভিযোগ, মোটা অঙ্কের মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীকে আটকে রেখেছিলেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। শনিবার ওই ধৃত সিভিক ভলান্টিয়ারকে আদালতে তোলা হলে তাকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বারুইপুর (Baruipur) মহকুমা আদালতের বিচারক।

এদিকে অপহরণের দু’দিন পর ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, ভাঙড় (Bhangar) থানার শাঁকশহর এলাকার বাসিন্দা রহমত মোল্লার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল কাশীপুর থানার সিভিক ভলান্টিয়ার ফিরোজ মিদ্দের। অভিযোগ, গত মঙ্গলবার ফিরোজ ও তার আরও কয়েকজন লোক পুলিশ পরিচয় দিয়ে রহমতকে ভাঙড় থানার বালিগাদা এলাকায় ডাকে।

এরপর ব্যবসায়ী সেখানে আসতেই ফিরোজ-সহ অন্যরা তাঁর মুখ চাপা দিয়ে গাড়িতে তুলে নিউটাউনে নিয়ে যায়। অভিযোগ, সেখানে দু’দিন ধরে আটকে রেখে মুক্তিপণ চেয়ে রহমতের বাড়িতে ফোন করতে থাকে ফিরোজরা। অপহরণকারীরা (Kidnap) প্রথমে ৫০ লক্ষ টাকা চায় বলে অভিযোগ। ওই টাকা চাইলে অত পরিমাণ টাকা দিতে পারবে না বলে জানায় রহমতের পরিবার। তারপর ১০ লক্ষ টাকা চাওয়া হয়।

civic volunteer 1

এরপরই রহমতের স্ত্রী রশিদা বিবি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্র ধরে পুলিশ নিউটাউন (Newtown) এলাকা থেকে অপহৃত রহমতকে উদ্ধার করে। ঘটনায় অভিযুক্ত ফিরোজকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জেরা করে আর কারা কারা এই ঘটনায় জড়িত তা জানতে চাইছে পুলিশ।


Monojit

সম্পর্কিত খবর