মাস গেলে মিলবে ১৫ হাজার ! রাজ্যে একাধিক পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ, আবেদন করুন আজই

বাংলাহান্ট ডেস্ক : আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুখবর রয়েছে এই প্রতিবেদনে। রাজ্যে নিয়োগ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা এই পদে আবেদনের যোগ্য। রাজ্যের একাধিক ব্লকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভারতের স্থায়ী বাসিন্দারা সংশ্লিষ্ট ব্লক থেকে আবেদন করতে পারবেন এই পদের জন্য। চলুন এই পদে আবেদনের বিস্তারিত জেনে নেওয়া যাক।

পদের নাম: Para Legal Volunteer

বিজ্ঞপ্তি নম্বর: 01(PLV)/2023

আরোও পড়ুন : ”যাদবপুরের মৃত ছাত্রের বাবাও প্রয়াত!” খবর ছড়িয়ে পড়তেই মুখ খুলল শোকার্ত পরিবার

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস। এর সাথে থাকতে হবে কম্পিউটারের সাধারণ জ্ঞান।

বেতন: হাজিরা অনুযায়ী ৫০০ টাকা দৈনিক বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে এক মাসের জন্য মোট বেতন ১৫ হাজার টাকা।

আরোও পড়ুন : হু হু করে নামতে পারে পেট্রোল-ডিজেলের দাম! রান্নার গ্যাসের পর আশার আলো মন্ত্রীর কথায়

বয়সসীমা: ১৮ বছরের ঊর্ধ্বে বয়সীরা এই পদে আবেদনের যোগ্য।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের অনলাইন মাধ্যম থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। নিচের লিংক থেকে ডাউনলোড করতে হবে আবেদন পত্র। এরপর আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে নিচের ঠিকানায়।

rail vikas nigam limited recruitment

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Secretary, District Legal Service Authority, Nadia, Address- ADR Centre, District Judges Court Compound, Krishnanagar, Nadia, Pin- 741101

আবেদনের শেষ তারিখ- ১২/০৯/২০২৩।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর