ধামাকা! আর জি কর আবহেই সিভিকদের পুজো বোনাস বাড়াল রাজ্য, বিরাট ঘোষণা মমতা সরকারের

বাংলা হান্ট ডেস্ক: কল্পতরু তৃণমূল সরকার। ক্ষমতায় আসার পর থেকে বরাবরই রাজ্যবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একের পর এক সরকারি প্রকল্প (Government Scheme) দিয়ে ভরিয়ে দিয়েছেন বাংলার মানুষকে। কিছুদিন আগে লোকসভা ভোটে বিরাট জয়ের পর একাধিক দপ্তরের সরকারি কর্মীদের বেতন, ভাতাও বৃদ্ধি করেছেন মমতা। আর এবার পুজোর ঠিক আগে কপাল খুলল সিভিকদের (Civic Volunteers)।

সিভিকদের পুজো বোনাস বাড়িয়ে দিল রাজ্য সরকার (Civic Volunteers)

এবার পুজোয় সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধির করল রাজ্য সরকার। এক ধাক্কায় সিভিকদের ১৩ শতাংশ বোনাস বাড়ানো হল। বুধবার নবান্ন তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবছর সিভিকদের ১৩ শতাংশ বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ হিসেব কষে দেখতে গেলে পুজোর মাসে বোনাস বাবদ অতিরিক্ত ৬০০০ টাকা পাবেন সিভিক ভলান্টিয়াররা।

জানিয়ে রাখি, এতদিন পর্যন্ত বোনাস বাবদ ৫৩০০ টাকা হাতে পেতেন সিভিকরা। এবার এক লাফে সেই ভাতা বাড়ল অনেকটাই। আসন্ন দুর্গাপুজোর মাসে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়ল ৭০০ টাকা। অর্থাৎ এবার পুজো বোনাস বাবদ ৬০০০ টাকা করে পাবেন সিভিকরা।

প্রসঙ্গত, প্রায় দশদিন থেকে আর জি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। হাসপাতালে কর্মরত ৩১ বছর বয়সী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা বাংলা। ইতিমধ্যেই নারকীয় এই ঘটনায় গ্রেফতার হয়েছে সঞ্জয় রায় নামের এক সিভিক ভলান্টিয়ার। সময় যত গড়াচ্ছে এই দাপুটে সিভিকের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড সামনে আসছে। যা শুনে রীতিমতো ভীমরি খাওয়ার জোগাড়।

civic

আরও পড়ুন: রাত পোহালেই ঝড়-বৃষ্টির তোলপাড়! কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম আপডেট

আর জি করের ঘটনার পর লালবাজারের তরফে কলকাতা পুলিশের সমস্ত থানার কাছে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) ক্যারেক্টার সার্টিফিকেট তলব করা হয়েছে। এর আগেও বহু বার সিভিকদের দাদাগিরির নানা নিদর্শন দেখেছে রাজ্যবাসী। যা নিয়েও জোর বিতর্ক হয়েছিল। আর এই সব কিছুর মাঝেই সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বাড়ালেন মুখ্যমন্ত্রী। শারদীয়ায় উপহার দিয়ে সিভিকদের মন খুশি করল রাজ্য সরকার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর