বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগেই পশ্চিমবঙ্গের (West bengal) সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) জন্য একের পর এক বড় খবর সামনে আসছে। সম্প্রতি দুর্গাপুজোর আগেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য বোনাসের (Bonus) ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেখানে তিনি জানিয়েছিলেন যে, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্যের অন্যান্য জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সমান বোনাস দেওয়া হবে।
অর্থাৎ, তাঁরা ৫,৩০০ টাকা করে বোনাস পেয়ে যাবেন। আর পুজোর আগে এহেন ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির আমেজ বজায় রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে। তবে, সেই রেশ যেতে না যেতেই এবার একটি বিষয়কে ঘিরে জল্পনা তৈরি হচ্ছে। পাশাপাশি, সেই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেও। মূলত, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে অনুমান করছেন অনেকে।
এমতাবস্থায়, আপনিও যদি সিভিক ভলেন্টিয়ার হতে চান বা আপনার পরিবারের কেউ যদি এই পদে কর্মরত হন সেক্ষেত্রে এই প্ৰতিবেদনটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অনেকেই জানেন যে, যদি সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করেন সেক্ষেত্রে তাঁরা পুলিশ হওয়ার সুযোগও পান। এমনকি, রাজ্য সরকারের তরফে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণেরও সুবিধা দেওয়া হয়।
আরও পড়ুন: ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার ডাবল অ্যাকশন! পুজোর আগে IMD-র নতুন রিপোর্টে ভয়ানক দুঃসংবাদ
তবে, এবার এই সংরক্ষণের বিষয়টি আরও বাড়ানো হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। আর এমনটা হলে সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটা যে অবশ্যই একটি বড় বিষয় হিসেবে বিবেচিত হবে তা আর বলার অপেক্ষা থাকে না। পাশাপাশি, এই প্রসঙ্গে রাজ্য পুলিশের এক উচ্চ অধিকরিক জানিয়েছেন যে, বর্তমান সময়ে সংরক্ষণের পরিমাণ ১০ শতাংশ রয়েছে। তবে, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে এটি আগামীদিনে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আর শেষ হবে না নেট! জলের দরে প্রতিদিন আনলিমিটেড 5G ডেটার প্ল্যান আনল Jio
এর পাশাপাশি, বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রেও নতুন নিয়ম আসতে পারে। সেক্ষেত্রে বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার বিষয়েও বিবেচনা করা হতে পারে। এমতাবস্থায়, ওয়াকিবহাল মহলের মতে, এভাবে বয়সসীমা এবং সংরক্ষণের পরিমাণ বৃদ্ধি পেলে সিভিক ভলেন্টিয়ারদের অনেকেই পুলিশে পাকা চাকরি হাসিল করতে পারেন।