সারা রাত নিষিদ্ধ পল্লিতে উল্লাস! ভোরে ভয়াবহ দুর্ঘটনার কবলে মদ্যপ সিভিক ভলান্টিয়ারদের গাড়ি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল কলকাতা। শুক্রবার সকালে পাটুলি মোড়ের কাছে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। জখম হয়েছেন আরও তিনজন। পুলিসের তরফে জানানো হয়েছে যে, সিগন্যালে দাঁড়ানো বেসরকারি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে দ্রুতবেগে আসা একটি গাড়ি।

উত্তর কলকাতার শোভাবাজার এলাকায় গাড়িটি সারারাত ছিল বলে জানা গিয়েছে। ভোর রাতে সেখান থেকে রওনা হয়ে অত্যন্ত দ্রুত গতিতে চলছিল ওই গাড়িটি। পাশাপাশি, গাড়িতে থাকা সকল যাত্রীই মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে যে, নির্দিষ্ট পরিমাণের তুলনায় প্রায় তিনগুন বেশি মদ্যপান করেছিলেন যাত্রীরা। এছাড়াও, প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে গাড়িটি চলছিল বলে অনুমান করছে পুলিশ। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা মারে গাড়িটি।

গাড়ির পেছনের সিটে থাকা সিরাজুল সর্দারের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে প্রথমে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সিরাজুলকে মৃত বলে ঘোষণা করেন।

বাকি তিনজন আহতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক অমিত সর্দার, সইদুল সেখ, আসাদুল সেখ এবং ভাস্কর পুরকাইত। এদের মধ্যে অমিত সর্দার এবং আসাদুল সেখ বারুইপুর কমিশনারেটের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে।

এদিকে, সাতসকালেই এই ধরনের ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। পাশাপাশি, এই দুর্ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হওয়ায় অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরাও। পরে, গড়িয়ার ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস ও গাড়িটিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X