বাংলা হান্ট ডেস্কঃ সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ আজকের নয়। নানান সময় তাঁদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তবে আরজি কর ধর্ষণ, হত্যাকাণ্ডে একজন সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteers) গ্রেফতার হওয়ায় অস্বস্তি বেড়েছে প্রশাসনের। এই আবহে এবার তাঁদের আইনের পাঠ দিতে উদ্যোগী হল রাজ্য।
সিভিকদের (Civic Volunteers) নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের!
জানা যাচ্ছে, এবার সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteers) বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। আইন শৃঙ্খলার দায়িত্ব কীভাবে সামলাতে হয়? চাকরির সময় কীভাবে শৃঙ্খলা পরায়ণ থাকা উচিত? কী কাজ করা উচিত আর কী করা উচিত নয়? নানান আইনের ধারায় কী বলা আছে সেই বিষয়ে এবার সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
- কবে দেওয়া হবে প্রশিক্ষণ?
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এই বিষয়ে নির্দেশ দিয়ে দিয়েছেন। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ উভয়ের তরফ থেকেই সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার এই উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুনঃ পলিগ্রাফ টেস্টে ওলটপালট সব! ‘ধর্ষণ খুন করিনি, আমায় ফাঁসানো হয়েছে’, বিস্ফোরক সঞ্জয়
জানা যাচ্ছে, নতুন বছরের শুরুতে এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্যের। আগামী বছর জানুয়ারি মাস থেকেই এই বিশেষ পাঠ দেওয়া শুরু হতে পারে বলে খবর। ৪৫ দিন, অর্থাৎ প্রায় দেড় মাস ধরে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে ধর্ষণ হত্যাকাণ্ডে এক সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteers) নাম জড়ানোর পর থেকে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বহু বিষয়ে কড়াকড়ির পথে হেঁটেছে কলকাতা পুলিশ। কয়েকদিন আগেই জানা গিয়েছিল, যে সকল সিভিক ভলেন্টিয়ার ডিউটিতে থাকাকালীন মদ্যপান করেছেন কিংবা নিয়মিত মদ্যপান করেন তাঁদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। সম্প্রতি আবার জানা গিয়েছে, লালবাজারের তরফ থেকে মৌখিকভাবে বিভিন্ন থানায় নির্দেশ দেওয়া হয়েছে, সিভিক ভলেন্টিয়াররা নিজেদের বাইক অথবা গাড়িতে পুলিশের স্টিকার লাগাতে পারবে না। একইসঙ্গে জানা যাচ্ছে, ডিউটিতে থাকাকালীন তাঁরা পুলিশের মোটরবাইক ব্যবহার করতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।