আকাশি জামা-নীল প্যান্ট থেকে খাকি উর্দি! সিভিক ভলান্টিয়ারদের ইউনিফর্ম বদল নিয়ে জল্পনা

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) জন্য সুখবর। দিনকয়েক আগেই বোনাস এবং বকেয়া বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার সিভিক ভলেন্টিয়ারদের উর্দি (Uniform) বদল নিয়েও তৈরি হয়েছে জল্পনা। তবে কি এবার সিভিকদের গায়েও উঠবে খাকি উর্দি? জল্পনা তুঙ্গে।

সাধারণত আকাশী নীল রং-র জামা ও প্যান্ট পরেই দেখা যায় রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের। এদিকে রাজ্যের পুলিশ বাহিনীর পোশাক খাকি রঙের। কেবল কলকাতা পুলিশের ইউনিফর্ম সাদা রঙের। তবে এবার খবর সিভিক ভলেন্টিয়ারদের পোশাকের রঙ বদলানো হবে। এই বিষয়ে নবান্নে একটি চিঠিও পাঠাতে পারে পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্তারা।

তবে প্রশ্ন হল, কেন পুলিশের ঐতিহ্যবাহী খাকি পোশাক সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হবে? এই প্রসঙ্গে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের পোশাকের কারণে সহজেই তাদের চিহ্নিত করা যায়। সাধারণ মানুষও জেনে যায় যে, এনারা রাজ্য পুলিশের সাথে সরাসরি যুক্ত নয়। যার সুযোগ নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের উপর হামলাও হয় অনেক সময়।

আরও পড়ুন : রাজস্থানের স্কুলে নিষিদ্ধ হবে হিজাব! বিজেপি বিধায়কের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বিক্ষুব্ধ জনতা যাতে সিভিক পুলিশদের আর সফট টার্গেট করতে না পারে তাই পোশাকের রঙ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও সিভিক ভলেন্টিয়ারদের বেতন ও বোনাস নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আর এবার পোশাকের রং বদলানো হলে তা আরও এক যুগান্তকারী পদক্ষেপ হবে বলেই মনে করছে রাজ্যের সিভিক পুলিশরা।

আরও পড়ুন : করোনা মহামারির সময় কেন থালা বাজাতে বলেছিলেন নরেন্দ্র মোদী? ৪ বছর পর নিজেই করলেন খুলাসা

1679724673 civic

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে প্রায় দু’লাখেরও বেশি সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও কর্মবন্ধু রয়েছে। সাধারণত রাস্তার ট্রাফিক সংক্রান্ত কাজ, এবং ছোটখাটো ঝুট ঝামেলার কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা হয়। আদালতের নির্দেশে, প্রশাসনিক কাজ থেকে বিরত রাখা হয় তাদের। যে কারণে উন্মত্ত জনরোষের সামলাতে গেলে সহজেই আক্রান্ত হয়ে পড়েন তারা। এই কারণেই উর্দি বদলের কথা ভাবছে পুলিশ ওয়েলফেয়ার। যদিও ঠিক কবে এই পরিবর্তন হবে তা নিয়ে কোনও তথ্য এখনও মেলেনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর