ইন্দ্রানী সেন,বাঁকুড়া: পুলিশী অভিযানের সময় শহরের কেঠারডাঙ্গা এলাকায় এক সিভিক ভল্যান্টিয়ারকে ভোজালির কোপ মারার অভিযোগ উঠলো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় আহত কিশোর গাঙ্গুলী নামে ঐ সিভিক ভল্যান্টিয়ারকে শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
বাঁকুড়া শহরের মাচানতলা ও কেঠারডাঙ্গা সংলগ্ন এলাকায় দীর্ঘ দিন ধরে বেআইনী মাদক দ্রব্যের রমরমা কারবার চলে আসছে বলে অভিযোগ। এই ঘটনায় কয়েকজন দুষ্কৃতি যুক্ত বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার রাতে বাঁকুড়া সদর থানার পুলিশ কেঠারডাঙ্গা এলাকায় অভিযান চালায়। অভিযানে পুলিশ কর্মী-আধিকারিকদের সঙ্গে কয়েক জন সিভিক ভল্যান্টিয়ারও ছিলেন বলে জানা গেছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ দুষ্কৃতি দলটি এলাকা ছেড়ে পালানোর সময় কিশোর গাঙ্গুলী নামে ঐ সিভিক ভল্যান্টিয়ারের হাতে ভোজালির কোপ মারে। দ্রুততার সঙ্গে পুলিশের পক্ষ থেকে তাকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঐ দুষ্কৃতি দলটির খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
আহত সিভিক ভল্যান্টিয়ার কিশোর গাঙ্গুলী বলেন, দুষ্কৃতিদের উপস্থিতির খবর পেয়ে আমরা ঐ এলাকায় যাই। একজন দুষ্কৃতিকে হাতে নাতে ধরে ফেলার পরিস্থিতি তৈরী হলে সে তার হাতে চোট মেরে ছূটে পালিয়ে যায় বলে তিনি জানান।